সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নিয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি

যাযাদি ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃতু্য হয়নি।

সোমবার ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভর্তি রোগীদের মধ্যে ৮ জন ঢাকা মহানগরে এবং বাকি ২৬ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৩ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃতু্য হয়েছে। আর ফেব্রম্নয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন যাদের মধ্যে মৃতু্য হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃতু্য হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে