ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন; এমন পরিস্থিতি মোকাবেলায় দ্রম্নতই 'রোডম্যাপ' দিয়ে তাদের আস্থা ফেরাতে চায় অন্তর্র্বতী সরকার।
শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন কেউ তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ সামনে এবং আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।'
অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে তিনি বলেন, 'বিদেশি বিনিয়োগকারী আছেন ইনক্লুডিং এনআরবিরাও, যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন তারা এনআরবি হলেও ঝটপট আসবেন না নিশ্চয়তা না মিললে। এটা খুবই স্বাভাবিক, কারণ আপনার অর্থের যে নিরাপ্ত্তা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য। কাজেই আমরা দেখছি এবং আমাদের লক্ষ্য তো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যত শিগগিরই সম্ভব সেটা আমরা জানি। কাজেই এ লক্ষ্যেই সরকার কাজ করছে।' তবে রোডম্যাপ কবে নাগাদ আসবে তা বলেননি উপদেষ্টা।