শ্রদ্ধা ও ভালোবাসায় সাউথ এশিয়া ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরস্ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরীকে বিদায় জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি পরিবার। মরহুমের প্রথম জানাযা ৯ জানুয়ারি সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় সাউথইস্ট পরিবারের সদস্যরা অংশ নিয়ে মহরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এম. কামালউদ্দিন চৌধুরী ৮ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
এম. কামালউদ্দিন চৌধুরী মৃতু্য সাউথইস্ট ইউনিভার্সিটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তার দূরদর্শী নেতৃত্ব, অটল নিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অমূল্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শোকের সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটি তার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার সেবা, নম্রতা এবং আদর্শ নেতৃত্ব সবাইকে অনুপ্রাণিত করবে। তার মৃতু্যতে শোক জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)। সংবাদ বিজ্ঞপ্তি