রাজশাহীতে আনসার ব্যাটালিয়নের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীর নওহাটায় অনুষ্ঠিত জেলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও রেঞ্জ কমান্ডার (অতি দায়িত্ব) অধিনায়ক আশীষ কুমার ভট্টাচার্য, রাজশাহী রেঞ্জ পরিচালক ড. মো. লুৎফর রহমান, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিলসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপি সদস্যরা।
অনুষ্ঠানে মহাপরিচালককে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে স্বাগত জানানো শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে রাজশাহী জেলা সমাবেশের উদ্বোধন করেন তিনি। এরপর মতবিনিময় সভায় ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি ভাষা আন্দোলনে শহিদ আনসার পস্নাটুন কমান্ডার আব্দুল জব্বারসহ নব ভাষা শহীদ ও জুলাই '২৪ অভু্যত্থানে নিহত-আহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 'দেশের যে কোনো সংকটকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যরা সামাজিক সুরক্ষা ও জননিরাপত্তায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে আত্মনিয়োগ করে আসছে। বাহিনীর সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ৬১ লক্ষাধিক সদস্যকে ডিজিটাল ডাটাবেজের আওতায় নিয়ে আসা হচ্ছে।'
বাহিনীকে সফলতার গন্তব্যে নিয়ে যেতে তিনটি মৌলিক ভিত্তি- প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং মৌলিক অধিকার ও কল্যাণধর্মী উদ্যোগের উপর নির্ভর করে কাজ করতে পারলে এবাহিনী আগামীতে আরও শক্তিশালী বাহিনী হিসেবে আবির্ভূত হবে
বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়ার ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগমের সফল উদ্যোক্তা হয়ে ওঠার উদ্ধৃতি দিয়ে মহাপরিচালক বলেন, 'আনসার ভিডিপি সদস্যদের তার মতো লক্ষ্য নির্ধারণ করে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের সর্বাত্মক সহায়তা দেবে।'
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের সব নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার সক্ষমতা অর্জন করেছে উলেস্নখ করে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক পর্যায়ের আনসার-ভিডিপি সদস্যদের সাথে নিয়ে বাহিনীর মৌলিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবার গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শতবর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন।