রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যাযাদি রিপোর্ট
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত, যেসব অ্যাকাউন্টে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, 'সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন। আজ (বুধবার) দুদক থেকে তার

৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে করা হলে আদালত তা মঞ্জুর করেন।'

দুদক বলছে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে একটি টিম কাজ করছে। অনুসন্ধানকালে তিনি এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা হতে পারে- এমন ধারণা থেকে অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।

এর আগে গত ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি সম্পত্তি রয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে তার দুটি ব্যাংকের হিসাব এবং বাংলাদেশে একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয় সেখানে। আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগেও গত ৭ অক্টোবর নিষেধাজ্ঞা দেয় আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে