রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

জাল স্ট্যাম্পসহ ২ প্রতারক আটক

যাযাদি রিপোর্ট
  ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
জাল স্ট্যাম্পসহ ২ প্রতারক আটক

রাজধানীর মিরপুর এলাকার দারুসসালাম থানার মাজার রোড থেকে ১০ হাজার পিস জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দুই প্রতারককে আটক করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র?্যাব)-৪। তারা হলেন রমিজ উদ্দিন (৪৫) ও ওমর আলী (৩৮)।

শুক্রবার বিকালে র?্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল এ তথ্য দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। একইসঙ্গে তাদের কাছে থাকা জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। র?্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। এছাড়া তারা পটুয়াখালী জেলা থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে