বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

এই গরমেও মুগ্ধ

স্বপন শর্মা
  ০৩ মে ২০২৪, ০০:০০
এই গরমেও মুগ্ধ

সারাক্ষণ তোমার রুমের জানলা থাকে খোলা

সেটা নিয়ে কেউ এখন আর করে না জলঘোলা।

1

খানিক দূরে আমিও থাকি, জানলা বরাবরে-

তোমার রুমের সকল কিছু আমার চোখে পড়ে।

গোসল সেরে ভেজাচুলে রুমের ভেতর আস

আয়নায় বসে কেমন করে একলা একা হাসও।

সবটা আমি দেখতে থাকি নেই তো লুকোচুরি

করতে হয় না আগের মতো কোনো জারিজুরি।

তাই তো বলি গ্রীষ্মের গরম থাকুক বারো মাসে

সাথে যেন এমন একটু, মৃদু হাওয়াও আসে!

আমার নজর বাঁধাহীন হোক রাখুক অপলক

এই গরমেও মুগ্ধ হলাম, দেখে রূপের ঝলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে