মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যাদের যাদের ভালোবাসি

দিলীপ কির্ত্তুনিয়া
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
যাদের যাদের ভালোবাসি

যাদের যাদের ভালোবাসি

তারা কাছে থাকলে

আমার চারিধারে ফুলের বাগান।

আমি পাই সেই সব ফুলের ঘ্রাণ

আপন মানুষের ঘ্রাণ।

ঘ্রাণবেষ্টিত হয়ে সুসময়ে সময় কাটে।

প্রাণে যেন আরও প্রাণ জেগে ওঠে।

যাদের যাদের ভালোবাসি

যারা যারা ভালোবাসে

তারা কাছে থাকলে

আনন্দের হাট-বাজার

আলোর দোকান চারিধার।

আসে না বুকে অন্ধকার

আলোর প্রভাবে ভেঙে যায়

ধূসর পথ।

মনমরা ভাবহীন

আমি যেন উলস্নসিত কায়া।

আমার তখন আর কিছুই চাই না

সব ছেড়ে আমি সেখানে থাকতে পারি

জনম জনম পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে