সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে বইমেলায় চাঁদাবাজি, ঢাবির দুই ছাত্রলীগ নেতা আটক

ঢাবি প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পুলিশের পরিচয়ে বইমেলায় চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তারা হলেন, ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানা পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, ঢাবির ওই দুই শিক্ষার্থী পুলিশ পরিচয় দিয়ে চাঁদপুর থেকে বইমেলায় আসা একদল দর্শনার্থীকে বাধা দেয়। তারা অভিযোগ করে ওই দর্শনার্থীরা মাদক পাচার করছিল এবং তাদের দেহ তলস্নাশি করে। কোনো মাদকদ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পুলিশ সূত্র থেকে আরও জানা যায়, ভুক্তভোগীরা চাঁদপুরে ফিরে যাওয়ার মতো টাকা নেই বললে ৬০০ টাকা ফেরত দিয়ে মোটর সাইকেলে করে স্থান ত্যাগ করে তারা। এ সময় ছিনতাইকারী সন্দেহে ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ওই দু'জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছে পুলিশ। বইমেলায় আসা ৪ জনের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা ৯০০ টাকা চাঁদা নিয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে