সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী

স্বরাষ্ট্রমন্ত্রী
জবি প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটাতেই বিশ্বাসী। আর বর্তমান সময়ে বাংলাদেশ আলোকিত পথ ধরে চলছে। এ আলোকিত পথ থেকে দেশ সামনে বিচু্যত হবে না।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার এসো মিলি প্রাণের স্পন্দনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে- স্স্নোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

তৎকালীন জগন্নাথ কলেজে রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই ছিল আমার রাজনৈতিক জীবনের উৎস। এখানেই আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়ালে দেয়ালে আমার স্মৃতি মন্থন করি। রাজনৈতিক জীবনের গতিকে আরও বেগবান করেছিল আমার এই কলেজটি।'

মন্ত্রী বলেন, 'এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে।'

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ছিল বঙ্গবন্ধুর ছয় দফা। আমাদের তখনকার নেতারা আমাদের ছয় দফা শিখিয়েছিলেন। সেই ছাত্রজীবনে ছয় দফা মুখস্ত করে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে মানুষকে ছয় দফার গুরুত্ব বুঝিয়েছি। আমার নেতা হওয়ার পেছনে জবির অনুপ্রেরণা অনেক। এখানে ভর্তি হয়েই পেয়েছি রাজনীতির দুর্বার গতি। এটিই আমার রাজনীতির উৎস। এখান থেকেই পেয়েছি রাজনৈতিক দীক্ষা। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে স্মরণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক বলেন, 'অ্যালামনাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন?্য বিভিন্ন সহযোগিতা করে থাকে। একটি উৎসবমুখর পরিবেশের মাধ?্যমে এই পুনর্মিলনী জীবনের অতিত স্মৃতিকে মনে করিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন?্য অ্যালামনাইয়ের পরামর্শ ও সহযোগিতায় আমরা সর্বাত্মক উদারতা দেখাব।'

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, 'তরুণদের নেতৃত্ব তৈরিতে এগিয়ে আসতে হবে। সৎ নেতৃত্ব ও দেশের উন্নয়নে তরুণদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করতে হবে।'

অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জবি অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর কামালউদ্দীন আহমদ, বিজনেস স্টাডিস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে