রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় চলছে সপ্তাহব্যাপী লিটলম্যাগ প্রদর্শনী

যাযাদি ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫নং গ্যালারিতে চলছে সপ্তাহব্যাপী জাতীয় লিটলম্যাগ প্রদর্শনী। গতকাল ছিল প্রদর্শনীর দ্বিতীয় দিন। ৭০টিরও বেশি লিটলম্যাগ নিয়ে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে 'বাংলাদেশের ছোটকাগজ চর্চা' শীর্ষক প্রবন্ধ পাঠ করেন লেখক ও সাময়িকপত্র গবেষক ডক্টর ইসরাইল খান, প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক মফিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, 'আর্থিক লাভের সুযোগ হয়তো নেই, কিন্তু লিটলম্যাগ প্রকাশকরা সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। লিটলম্যাগ নামে হলেও এই ছোটকাগজ লিটারেচার ম্যাগাজিন, যা সভ্যতা ও সংস্কৃতির অংশ। এই লিটল ম্যাগাজিনগুলো সংগ্রহ করতে হবে যেন পরবর্তী প্রজন্মের সঙ্গে সাহিত্যের সংযোগ হয়।'

প্রাবন্ধিক মফিদুল হক বলেন, 'একবিংশ শতাব্দীতে এসে লিটল ম্যাগাজিন নতুন সময়, নতুন দেশ ও নতুন সমাজ গঠনের কথা বলছে। মানুষের মুক্তির স্বপ্ন প্রতিফলিত হচ্ছে ছোটকাগজে। নানারকম গোষ্ঠীবদ্ধতা, দশককেন্দ্রিকতা থাকলেও এখন ছোটকাগজে বিষয় বৈচিত্র্য ও বৈভবে সমাজের নানা অবহেলিত দিকগুলো তারা তুলে ধরেছেন নতুন প্রকরণে। তবে ছোটকাগজ প্রকাশনায় নারীদের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করি।'

সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, 'অনেক প্রতিকূলতা সত্ত্বেও লিটল ম্যাগাজিন প্রকাশকরা অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। তাদের বিকাশের জন্য, অনুপ্রেরণার জন্য শিল্পকলা একাডেমিতে তাদের লিটল ম্যাগাজিনগুলো সংরক্ষণ করা হবে। তাদের নিয়ে তিন মাস অন্তর একটি লিটল ম্যাগাজিন আড্ডার আয়োজন করা হবে, যেখানে সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা হবে।'

অনুষ্ঠানে ছয়টি লিটল ম্যাগাজিনের সম্পাদককে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন, 'নিসর্গ' সম্পাদক সরকার আশরাফ, 'অনিন্দ্য' সম্পাদক হাবিব ওয়াহিদ, 'অরণিকা' সম্পাদক শান্তি রঞ্জন ভৌমিক, 'নান্দীপাঠ' সম্পাদক সাজ্জাদ আরেফিন, 'পুষ্পকরথ' সম্পাদক হাফিজ রশিদ খান ও 'গৌড়লিপি' সম্পাদক ফারুকুর রহমান ফয়সাল। প্রত্যেককে পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে