রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামের্ যাব সদস্য পরিচয়ে প্রতারণা

  ২৪ আগস্ট ২০১৯, ০০:০০
চট্টগ্রামের্ যাব সদস্য পরিচয়ে প্রতারণা

যাযাদি ডেস্ক

র্

যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব) সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে দু'জনকে আটক করেছের্ যাব। শুক্রবার চট্টগ্রামের নগরের কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই প্রতারক হলো- এরশাদ রহমান (৩০) ও মারুফ হোসেন (৩০)।

র্

যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান বলেন,র্ যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে এরশাদ ও মারুফ নামে দুই প্রতারককে আটক করেছের্ যাব সদস্যরা।

সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান আরও জানান,র্ যাব সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে ভয় দেখিয়ে সাড়ে ৫ লাখ টাকা আদায় করে দুই প্রতারক।

বিষয়টি জানতে পেরের্ যাব অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করে। তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে