মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ

নিন্দিনী ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ
জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ

নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করার নিমিত্তে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন হয়। জাতীয় নারী উন্নয়ন নীতির লক্ষ্যসমূহ নিম্নরূপ :

ি বাংলাদেশ সংবিধানের আলোকে রাষ্ট্রীয় ও গণজীবনের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা।

ি রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক জীবনের সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা।

ি নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও আইনগত ক্ষমতায়ন নিশ্চিত করা।

ি নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা।

িআর্থসামাজিক উন্নয়নের মূল ধারায় নারীর পূর্ণ ও সমঅংশগ্রহণ নিশ্চিত করা।

ি নারীকে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ রূপে গড়ে তোলা।

ি নারী সমাজকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা।

ি নারী-পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা।

িসামাজিক ও অর্থনৈতিক পরিমন্ডলে নারীর অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান করা।

িনারী ও কন্যা শিশুর প্রতি সব ধরনের নির্যাতন দূর করা।

ি নারী ও কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করা।

ি রাজনীতি, প্রশাসন ও অন্যান্য কর্মক্ষেত্রে, আর্থসামাজিক কর্মকান্ড, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং পারিবারিক জীবনের সর্বত্র নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা।

িনারীর স্বার্থের অনুকূল প্রযুক্তি উদ্ভাবন ও আমদানি করা এবং নারীর স্বার্থবিরোধী প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করা।

ি নারীর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।

িনারীর জন্য উপযুক্ত আশ্রয় এবং গৃহায়ণ ব্যবস্থায় নারীর অগ্রাধিকার নিশ্চিত করা।

িপ্রাকৃতিক দুর্যোগ ও সশস্ত্র সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নারীর পুনর্বাসনের ব্যবস্থা করা।

ি প্রতিবন্ধী নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করা।

িবিধবা, বয়স্ক, অভিভাবকহীন, অবিবাহিত ও সন্তানহীন নারীর নিরাপত্তার ব্যবস্থা করা।

িগণমাধ্যমে নারী ও কন্যা শিশুর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাসহ জেন্ডার পরিপ্রেক্ষিত প্রতিফলিত করা।

িমেধাবী ও প্রতিভাময়ী নারীর সৃজনশীল ক্ষমতা বিকাশে সহায়তা করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে