শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বল এখন লংকানদের কোর্টে

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কঠিন শর্ত মেনে দেশটিতে সফর করতে রাজি নয় বাংলাদেশ। শর্তাবলি নিয়ে বিসিবির আপত্তির পর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে আয়োজক দেশের বোর্ড। বুধবার এসএলসি প্রতিনিধি দল দেশটির প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের (কোভিড-১৯) সঙ্গে বৈঠক করবে। বুধবারের সভাতে নির্ধারণ হয়ে যেতে পারে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের ভাগ্য। পরিস্থিতি যা তাতে আয়োজক দেশ নমনীয় না হলে স্থগিত হয়ে যাবে সিরিজ। মুমিনুলদের তখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ মাঠের খেলা। মাঝে স্থগিত হয়েছে বেশ কয়েকটি সিরিজ। দীর্ঘ করোনা বিরতি কাটিয়ে অক্টোবরে শ্রীলংকা সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফেরার কথা টাইগারদের। সেটি নিয়েও শেষ মুহূর্তে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শ্রীলংকা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর এসএলসি চিঠিতে বিসিবিকে জানায়, সেখানে গিয়ে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। করা যাবে না অনুশীলন, থাকতে হবে হোটেলবন্দি হয়ে। দলে থাকা যাবে না ৩০ জনের বেশি সদস্য। সঙ্গে জুড়ে দেওয়া হয় আরও কিছু শর্ত। বিসিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে, এত শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলংকা যাওয়া সম্ভব নয়, সোমবার সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, 'শ্রীলংকা ক্রিকেট বোর্ড যে শর্ত জুড়ে দিয়েছে, তা মেনে কিছুতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া সম্ভব না।' দেশের সংবাদমাধ্যমে বিষয়টি জানানোর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিঠি দেন এসএলসিকে। এখন তাই লঙ্কান বোর্ডের জবাবের অপেক্ষা। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় নমনীয় হয়ে বিসিবিকে জানালেই দু'পক্ষের মধ্যে রফা হবে। তখন আবার সিরিজ অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে। এ অবস্থায় বল এখন লংকানদের কোর্টে, তারা তাদের অবস্থান থেকে সরে না আসলে বাতিল হয়ে যাবে বাংলাদেশের শ্রীলংকা সফর। আসন্ন সিরিজ নিয়ে জটিলতার খবর নজরে পড়ে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসের। দেশটির ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশ দেন, কোভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে কথা বলে বিষয়টি পুনর্বিবেচনা করতে। তারই প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় কোয়ারেন্টিন নিয়ম শিথিল করা যায় কিনা বুধবার হবে সেই আলোচনা। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক ও জাতীয় দল পরিচালনা, তত্ত্বাবধান কমিটি প্রধান আকরাম খান বলেন, 'বল এখন লংকান স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কোর্টে। তারা তাদের অবস্থান পাল্টে আমাদের কোয়ারেন্টিনের বিষয়ে নমনীয় হলে অবশ্যই সফরে যাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে