শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাহুলের কটাক্ষে ফের মোদি, আম্বানি ও আদানি

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২০, ০০:০০

ভারতের নতুন কৃষি আইনের বিরোধিতা করে দেড় মাস আগে পঞ্জাবে 'ক্ষেতি বাঁচাও যাত্রা'য় বেরিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তখনই তিনি মন্তব্য করেন, 'আদানি, আম্বানি আর মোদি- এই তিনজন মিলে দেশ চালাচ্ছেন। প্রধানমন্ত্রী এই দুই শিল্পপতির হাতের পুতুল।' নরেন্দ্র মোদির 'সুট বুট কা সরকার' এবং 'গরিব-বিরোধী' নীতিকে তুলে ধরতে ধারাবাহিক ভাবে এই রাজনৈতিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের সাবেক সভাপতি। সংবাদসূত্র : এবিপি নিউজ

রোববার ফের একটি সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরে রাহুল রীতিমতো ব্যঙ্গাত্মক টুইট করে বলেছেন, 'স্পষ্ট হয়ে গেছে, সরকার কার বিকাশ করতে এত পরিশ্রম করছে।'

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আদানির সম্পত্তি ২০২০ সালের প্রথম ১০ মাস ১৫ দিনে ১.৪১ লাখ কোটি টাকা বেড়েছে। যেখানে আম্বানির সম্পদের পরিমাণ বেড়েছে ১.২১ লাখ কোটি টাকা। কংগ্রেস সূত্রের বক্তব্য, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটের এই আদানি গোষ্ঠীর সম্পদ তুঙ্গস্পর্শী হয়েছে।

রাহুলের বক্তব্য, কৃষিক্ষেত্র সংস্কারের নামে মোদি সরকার বেসরকারি সংস্থাকে সুযোগ করে দিচ্ছে চুক্তি চাষ করিয়ে চাষিদের কাছ থেকে সরাসরি ফসল কেনার। আর এর ফলে সুবিধা পাবে আদানি-আম্বানির সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে