শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্টকে বিদায় বললেন ফাফ ডু পেস্নসিস

ক্রীড়া ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু পেস্নসিস -ওয়েবসাইট

অধিনায়কত্ব আগেই ছেড়েছিলেন। পরিকল্পনা করেছিলেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ খেলেই বিদায় বলবেন সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ টেস্ট ক্রিকেটকে। অজিরা সিরিজ স্থগিত করায় আগেভাগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফাফ ডু পেস্নসিস। তবে সাবেক এই অধিনায়ক সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন। ৩৬ বছর বয়সি ডু পেস্নেিসর টেস্ট অভিষেক হয়েছিল ২০১২-১৩ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে। তার ব্যাটিং বীরত্বেই অ্যাডিলেডে 'স্মরণীয় ড্র' পেয়েছিল প্রোটিয়ারা। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। ৬৯ টেস্ট খেলা ডু পেস্নসিসের এই সংস্করণে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি। ৪০.০২ গড়ে সংগ্রহ করেছেন ৪ হাজার ১৬৩ রান।

২০১৬ সালে এবি ডি ভিলিয়ার্সের স্থলাভিষিক্ত হয়েই টেস্ট দলের ভার বুঝে পেয়েছিলেন। নেতৃত্ব দেন ৩৬টি টেস্টে। হোম সিরিজে ব্যর্থতার পর গত বছরের জানুয়ারিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটি দক্ষিণ আফ্রিকা হারে ৩-১ ব্যবধানে। অবশ্য অধিনায়ক হিসেবে ডু পেস্নসিসের রেকর্ড খারাপও ছিল না। ১৫টি হারের বিপরীতে জয় ছিল ১৮টি। অবশ্য শেষের দিকেই টেস্ট হার বেড়ে যাচ্ছিল।

ইন্সটাগ্রামে টেস্টকে বিদায় জানিয়ে ডু পেস্নসিস বলেছেন, 'মনে হয়েছে নতুন অধ্যায় শুরু করতে এটাই সঠিক সময়। নিজের দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে পারাটা ছিল গর্বের বিষয়। কিন্তু টেস্টকে বিদায় বলার সময় হয়ে গেছে।'

আর তাই আপাতত টি২০ ফরম্যাট নিয়েই বেশি ভাবছেন, 'পরের দুটি বছর টি২০ বিশ্বকাপের বছর। এখন আমার পূর্ণ মনোযোগ সেদিকেই। তাই এই ফরম্যাটেই যতটা বেশি পারা যায় খেলতে মুখিয়ে থাকব। যেন এই ফরম্যাটে যতটা পারা যায়, নিজেকে সেরা হিসেবে গড়তে পারি। অবশ্য এখনো মনে করি এই ফরম্যাটে প্রোটিয়াদের অনেক কিছু দেওয়ার আছে। তাই বিষয়টা এমনও নয় যে, ওয়ানডেও আমার পরিকল্পনায় নেই। আমি শুধু স্বল্প পরিসরে টি২০কেই প্রাধান্যের তালিকায় রাখছি। ভবিষ্যৎ নিয়ে আমি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে পরবর্তী কয়েক মাস আলোচনা চালিয়ে যাবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে