শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটিং সামর্থ্য দেখিয়েছেন সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  ২০ জুলাই ২০২১, ০০:০০
মোহাম্মদ সাইফউদ্দিন

বয়সভিত্তিক ক্রিকেটে সাইফউদ্দিনের পরিচয় ছিল অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এসে তার পেস বোলিংটাই প্রাধান্য পায় বেশি, ব্যাটিং থেকেছে অনেকটা আড়ালে। দলের সমন্বয়ের কারণেও উপরে ব্যাট করার সুযোগ ঘটে না। জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দল বিপদে পড়ায় অবশেষে নিজের সামর্থ্যের একটা প্রমাণ দেওয়ার সুযোগ পেলেন তিনি।

গত রোববার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রান তাড়ায় বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ১৭৩ রানে ৭ উইকেট হারানোর পর সাকিবের সঙ্গে জুটি গড়েন সাইফউদ্দিন। তখন বাংলাদেশের জিততে দরকার আরও ৬৮ রান। একটু পা হড়কালেই ম্যাচ হাতছাড়া করার শঙ্কা। সাকিবের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে সাইফউদ্দিনের অবদান ৩৪ বলে ২৮। আর সাকিব ৯৬ রানে। ২৪১ রান তাড়া করে বাংলাদেশ জেতে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে। তাতে নিশ্চিত হয়ে যায় সিরিজ জয়ও। সাকিবের সঙ্গে ম্যাচ জেতানো জুটি গড়া সাইফউদ্দিন জানালেন, ভালো ব্যাটিংয়ের পেছনে অবচেতন মনেই অনুপ্রেরণায় ছিলেন সাকিব।

সাকিব নিজেও বলেছেন, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল তার একার পক্ষে সবটা করা সম্ভব ছিল না। নয় নম্বরে নেমে সাইফউদ্দিন না দাঁড়িয়ে গেলে হয়ত ম্যাচটা খোয়াতেই হতো বাংলাদেশকে। চাপের সেই সময়টা দারুণ জুটিতে আর বিপদ বাড়াতে দেননি তিনি। সাকিবকে দিয়ে গেছেন সঙ্গ। কোনোভাবেই যেন ম্যাচটি হাতছাড়া না হয় সেই চিন্তায় ছিল ২৪ বছর বয়সি এই পেস অলরাউন্ডারের মাথায়। আর তাই বলেছেন, 'সুযোগ সবসময় আসে না। যেহেতু আমি একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে ওইভাবে প্রমাণ করতে পারিনি আন্তর্জাতিক পর্যায়ে। সেই চেষ্টা ছিল। আমি অবশ্যই চাইব না যে আউট হয়ে যাক সবাই। যেহেতু সুযোগ এসেছে চেষ্টা করেছি তা কাজে লাগানোর। নিজের ব্যাটিং সামর্থ্য কিছুটা দেখানোর। সবচেয়ে বড় কথা দল জিতেছে আমার ছোট্ট অবদানে, এই জন্য বেশি আনন্দিত।'

জানালেন ঠিক এই সময়ের জন্য তার প্রতীক্ষা অনেক দিনের, 'আমি যখন ৬৯ (আসলে ৬৮) রানের মতো মনে হয় লাগত। সত্যি বলতে স্বপ্ন ছিল উনার সঙ্গে খেলা এবং জুটি বেঁধে দল জেতানো। আমি হয়তবা কয়েকটা টক শোতে আগেই বলেছিলাম। সুযোগটা কাল এসেছিল। এবং তা স্মরণীয় করে রাখার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। অনেক সময় লুজ বল পেলেও দলের প্রয়োজনে ডট খেলতে হয়েছে। দলের যেটা দরকার ছিল সেই অনুযায়ী চেষ্টা করেছি। সাকিব ভাই যথেষ্ট সমর্থন করেছেন, এই জন্য কাজটা আমার সহজ হয়েছে।'

সোমবার টিম হোটেলে এই অলরাউন্ডার বলেন, বাড়তি কিছু নয় কেবল প্রক্রিয়া ঠিক রেখে সাকিবকে সঙ্গ দিতে চেয়েছিলেন তিনি, 'অনেক চাপের পরিস্থিতি ছিল। এই সময়টার জন্য আমি প্রস্তুত ছিলাম। হবে কি হবে না সেটা পরের ব্যাপার ছিল। চেষ্টা ছিল নিজের প্রক্রিয়া ঠিক রাখার। যেহেতু সাকিব ভাই ক্রিজে ছিল, আত্মবিশ্বাস ছিল। যদি এক এক করে নিয়ে উনাকে স্ট্রাইক দিতে পারি, খেলাটা ছোট করতে পারি। ইনশালস্নাহ আমাদের দিকে আসবে ফলটা। ওই কাজটাই হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে