শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসির সঙ্গে খেলতে মুখিয়ে ডিপাই

ক্রীড়া ডেস্ক
  ২৪ জুলাই ২০২১, ০০:০০

লিওনেল মেসির সঙ্গে খেলা যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্নের ব্যাপার। ব্যতিক্রম নন সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া মেমফিস ডিপাইও। নিজেকে মেসির বড় ভক্ত হিসেবে উলেস্নখ করে নেদারল্যান্ডস ফরোয়ার্ড জানিয়েছেন, ফুটবল মহাতারকার পাশে খেলতে তর সইছে না তার।

ফরাসি ক্লাব অলিম্পিক লিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষের পর ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন মেমফিস। বৃহস্পতিবার প্রথমবারের মতো নু্য ক্যাম্পে নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডকে উপস্থাপন করা হয়। সেখানে মেসিকে নিয়ে তার মুগ্ধতার কথা বলেন তিনি, 'মেসির সঙ্গে খেলতে পারা হবে স্বপ্নের মতো। তিনি কিংবদন্তি এবং এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়।'

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে প্রথম মেজর টুর্নামেন্টে শিরোপা জিতেছেন মেসি। লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতায় ছয়বারের বর্ষসেরা ফুটবলারের নৈপুণ্যে মুগ্ধ মেমফিস, 'দেখেছেন কোপা আমেরিকায় সে কি করেছে? লিওর (মেসি) সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি। আমি তার বড় ভক্ত।'

কাগজে-কলমে বর্তমানে মেসি অবশ্য বার্সেলোনার খেলোয়াড় নন। গত ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে 'ফ্রি এজেন্ট' হয়ে গেছেন কাতালান ক্লাবটির সফলতম খেলোয়াড়। তবে গণমাধ্যমের খবর, পাঁচ বছরের নতুন চুক্তিতে নু্য ক্যাম্পে ফেরার ব্যাপারে রাজি হয়েছেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। মেমফিসের বার্সেলোনায় যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। নেদারল্যান্ডস জাতীয় দলে যার কোচিংয়ে খেলছেন মেমফিস।

শৈশবের স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, বোর্ড ও কোচকে। আলাদাভাবে উলেস্নখ করেছেন কোম্যানের ভূমিকার কথা। তিনি বলেন, 'আমি কোচকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এখানে না থাকলেও আমি যোগ দিতাম, কারণ বার্সেলোনাকে না বলা যায় না। তবে এটা সত্যি যে আমার এখানে আসার পেছনে তার অনেক বড় ভূমিকা রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে