শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ স্থগিত প্রিমিয়ার ফুটবল লিগ

ম ক্রীড়া প্রতিবেদক
  ২৫ জুলাই ২০২১, ০০:০০

ঈদের বিরতি শেষে শনিবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের। কিন্তু ম্যাচ শুরুর আগেই আরেক দফা লিগ পিছিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ কমিটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায় স্থগিত হওয়া লিগ শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। যদিও সিদ্ধান্ত হয়েছে শুক্রবার রাতে। ইন্টারনেট জটিলতার কারণে শনিবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচি পরিবর্তনের সংস্কৃতি থেকে কিছুতেই যেন বের হয়ে আসতে পারছে না বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ কমিটি। কখনো বৃষ্টি, কখনো বা লকডাউনে হঠাৎই থমকে যাচ্ছে লিগ। ঈদের পরই মাঠে নামতে হবে। যে কারণে ক্লাবগুলোর অনেক ফুটবলারেরই বাড়ি গিয়ে ঈদ করা হয়নি। এমন অবস্থায় প্রায় এক সপ্তাহ লিগ পেছানোতে ক্লাবগুলোকে বাড়তি খরচ করতে হচ্ছে। সেই সঙ্গে ফুটবলাররাও পড়ছেন মানসিক চাপে। শুক্রবারই নতুন সূচি জানিয়েছিল বাফুফে। যেখানে শনিবার থেকেই ঢাকার দুই ভেনু্যতে দুটি ম্যাচ হবে উলেস্নখ করা ছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হতো চট্টগ্রাম আবাহনীর এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার কথা ছিল ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। কিন্তু হঠাৎই আবার ঘোষণা এলো ২৪ জুলাইয়ের পরিবর্তে খেলা শুরু হবে আগামী ৩০ জুলাই। কারণ হিসেবে ফেডারেশন কিছু উলেস্নখ না করলেও ধারণা করা যাচ্ছে সরকারের দেওয়া কঠোর লকডাউনই খেলা পরিচালনায় মূল বাধা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে