শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ

টাইগারদের মিশন এবার অস্ট্রেলিয়া

ম ক্রীড়া প্রতিবেদক
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

জিম্বাবুয়ের বিপক্ষে সফল মিশন শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফিরবে টিম বাংলাদেশ। সকাল ৯টায় হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে টাইগারদের। বুধবার স্থানীয় সময় সকালে হারারে থেকে দেশের উদ্দেশে টাইগারদের বিমানযাত্রা শুরু হবে। হারারে থেকে প্রথমে জোহানেসবার্গ, এরপর কাতারের রাজধানী দোহা হয়ে রাজধানী ঢাকায় এসে পৌঁছবে টাইগারদের বহর। একমাত্র টেস্ট জিতে অধিনায়ক মুমিনুল হকসহ টেস্ট স্পেশালিস্টরা দেশে ফিরে এসেছেন। আর ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে রাজধানী এসে পৌঁছেছেন। পূর্ণাঙ্গ সিরিজে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে এবং ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জয় করেছে বাংলাদেশ। এদিকে বৃহস্পতিবার দেশে ফিরেও কোনো ক্রিকেটার নিজ নিজ বাড়িতে যেতে পারবেন না। যাওয়ার সুযোগও নেই। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ দরজায় কড়া নাড়ছে। আগামী ৩ আগস্ট থেকে শুরু পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। সে লক্ষ্যে দেশে ফিরেই টিম বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফকে গিয়ে ঢুকতে হবে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে। আর তাই জাতীয় দলের বহর সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনদিন বিরতির পর আগামী ১ আগস্ট থেকে আবার অনুশীলন শুরু। দুইদিন অনুশীলনের পর ৩ আগস্ট প্রথম টি২০ ম্যাচে মাঠে নামবে মাহমুদউলস্নাহ রিয়াদের দল। এদিকে বিসিবি জানিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে সন্ধ্যা ৬টায়। সূচি অনুযায়ী, দুই দলের মাঠের লড়াই শুরু হবে আগামী ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। চটজলদি সিরিজ খেলে ঢাকা ছাড়বে অজি ক্রিকেট দল। এর আগে ২০১৭ সালে সবশেষ বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। সেবার ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টিনের পর শুরু হবে মাঠের লড়াই। এই সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কুড়ি ওভারের ফরম্যাটের ম্যাচগুলো কখন মাঠে গড়াবে, সেটি নিশ্চিত ছিল না। সোমবার আকরাম খান জানিয়েছেন, সিরিজের প্রতিটি ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। গণমাধ্যমে আকরাম খান বলেন, 'এটা আগেই চূড়ান্ত ছিল। সন্ধ্যা ৬টায় শুরু হবে। এখনো সেটাই চূড়ান্ত আছে। চাইলে দুই বোর্ড আলোচনা করে পরিবর্তন করতে পারবে।' অজি দল এখন রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে আগামী ২৭ জুলাই। এরপর চার্টাড বিমানে ঢাকা আসবে তারা। ১ আগস্ট মিরপুরে শুরু অনুশীলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে