শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রোঞ্জের হতাশায় বাইলস

ম ক্রীড়া ডেস্ক
  ০৪ আগস্ট ২০২১, ০০:০০

শুরু থেকে দুঃসময় পিছু নিয়েছিল। টিম ইভেন্টে বাজে পারফরম্যান্স করে বাদ পড়ার পর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে একে একে ব্যক্তিগত চারটি ইভেন্টের ফাইনাল থেকে সরে দাঁড়ান সিমোন বাইলস। টোকিও অলিম্পিকসে শেষতক অংশ নিলেন ব্যালান্স বিমে। কিন্তু শারীরিক কসরত তুলে ধরতে পারলেন না আগের মতো। একরাশ হতাশাই সঙ্গী হলো যুক্তরাষ্ট্রের এই তারকা জিমন্যাস্টের। টোকিওর আরিয়াকে জিমন্যাস্টিক্স সেন্টারে মঙ্গলবার ব্যালান্স বিমের ফাইনালে ১৪ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন বাইলস। আর ১৪ দশমিক ৬৩৩ স্কোর গড়ে এই ইভেন্টে বাজিমান করেছেন চীনের গুয়ান শেনশেন। রুপা পেয়েছেন চীনেরই থাং শিচিং ১৪ দশমিক ২৩৩ করে। পাঁচ বছর আগে রিও ডি জেনেইরো অলিম্পিকে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জয়ী বাইলস টোকিওতে পা রেখেছিলেন ছয়টি সোনা জিতে অনন্য ইতিহাস গড়ার লক্ষ্যে। পেলেন না একটিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে