শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নভেম্বরে এফটিপির প্রথম টু্যরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

ম ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মে ২০২২, ০০:০০

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফটিপির সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের নভেম্বরে, যে সফরে ওয়ানডের পাশাপাশি থাকবে টি২০ও। শুধু তাই নয়, আগামী বছরের ফেব্রম্নয়ারি পর্যন্ত চূড়ান্ত হয়েছে নারীদের ক্রিকেটীয় সিডিউল। টি২০ বিশ্বকাপের বাছাই ছাড়াও যেখানে আছে লংকানদের বিপক্ষে দ্বি-পক্ষীয় সিরিজ। টাইগ্রেসদের টেস্টে প্রস্তুত করতে ২০২৩ সালের জানুয়ারিতে, লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট করার পরিকল্পনা বিসিবির নারী উইংয়ের।

তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ, আর এতেই চমক জাগানিয়া পারফরম্যান্স। টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচে জয় পেলেও শামীমা ফারজানাদের ক্রিকেটীয় নৈপুণ্য ছুঁয়ে গেছে মন। ফলাফল বিশ্ব ক্রিকেটে টাইগ্রেসদের বেড়েছে গ্রহণযোগ্যতা, যার সুফল মিলছে হাতেনাতেই। সামনের দিনগুলোয় ব্যস্ত সূচি, টানা ক্রিকেট।

ডিপিএলের পরপরই বাছাইকৃত নারীদের নিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে হবে বিশেষ ক্যাম্প। এরপর মরুর বুকে টি২০ বিশ্বকাপের বাছাই খেলবে বাংলাদেশ। টাইগ্রেসদের এফটিপির প্রথম টু্যর হবে নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডে। আছে শ্রীলংকার সঙ্গে পূর্ণাঙ্গ দ্বি-পক্ষীয় সিরিজ।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'এফটিপির প্রথম টু্যরে আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি, সেটা নভেম্বরে। টি২০ ও ওডিআই দুই ফরম্যাটেই আমরা খেলব। ফেব্রম্নয়ারিতে তো আমরা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি ইনশাআলস্নাহ। এই সূচির মধ্যে আমাদের তেমন বিরতি নেই।'

এক বছরের বেশি সময় পার হলো আইসিসির টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল। তবুও এখনো সাদা পোশাকে কোনো ম্যাচই খেলা হয়নি টাইগ্রেসদের। টেস্টকে ঘিরে এবার নতুন পরিকল্পনা বিসিবির। চলতি বছরই শুরু হবে স্কুল ক্রিকেটও।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'জাতীয় দলের বাইরেও আমাদের পাইপলাইন সমৃদ্ধ। আমাদের অনেক খেলোয়াড় রয়েছে। আমাদের দলটা হয়ত নবীন, তবে এই দল নিয়েই আমাদের পরিকল্পনা আছে লঙ্গার ভার্সন খেলার। এ বছরই আমরা স্কুল ক্রিকেটটা শুরু করব।'

আরএফটিপিতে ২০২৩-২৪ মৌসুমে আরও বেশি দ্বি-পক্ষীয় সিরিজের জন্য বিভিন্ন দেশের বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে বিসিবির নারী উইং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে