রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মাহমুদউলস্নাহকেও অনিশ্চয়তায় ঠেলে দিলেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মে ২০২৩, ০০:০০
ওয়ানডে বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায় মাহমুদউলস্নাহ রিয়াদ -ফাইল ফটো

ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের এখনো বাকি আছে সাড়ে চার মাসের বেশি সময়। কিন্তু এখনি স্কোয়াডে কে থাকবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। আসন্ন এই বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে সব ছাপিয়ে আলোচনায় সাত নম্বর পজিশন নিয়ে। আলোচনার বড় অংশজুড়েই আছেন ঘরের মাঠে গত আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়া মাহমুদউলস্নাহ ও আফিফ হোসেন। তাদের নিয়ে নিয়মিতই নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে বিসিবি সংশ্লিষ্টদের।

গত শুক্রবার ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচকালীন সময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, 'আমার ধারণা মাহমুদউলস্নাহ রিয়াদ থাকবে বিশ্বকাপ দলে।'

গতকাল গণমাধ্যমকে বিসিবি প্রধান জানালেন, বিশ্বকাপ একাদশে তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের জায়গা ঠিকঠাক। তবে পাপনের মতে, ৭ নম্বর ব্যাটিং অর্ডারের বিবেচনায় আছেন মাহমুদউলস্নাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল পাপন বলেন, 'অলরাউন্ডার চাইলে আফিফ, মোসাদ্দেক ও মাহমুদউলস্নাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারব। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার ওপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।'

মাহমুদউলস্নাহকে সাত নম্বরে খেলানো নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকদের কাছে একাদশ চান তিনি, 'এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোনো ধারণাই নেই কিন্তু মন্তব্য করেই যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই অনেক জানেন, আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইব যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কি বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত।'

পরে তার নিজের বিচারে একাদশ নিয়ে একটা ধারণে দেন বোর্ড প্রধান, 'আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিলাম। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নিবে। ইনজুরির কথা ভেবে ব্যাকআপ লাগবে।'

ছয় বোলার নিয়ে খেললে মাহমুদউলস্নাহ বা আফিফের কারো জায়গা দেখেন না তিনি, 'আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপের খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, এবাদত, মুস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনারসহ ছয়জন বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।'

আসন্ন এশিয়া কাপের আয়োজক শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেনু্য শ্রীলংকাতেই হওয়ার সুযোগ বেশি দেখছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান জানান, এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বৃষ্টির কথা ভেবে তাতে রাজি হননি তারা। তার মতে আয়োজনের সম্ভাবনায় এগিয়ে আছে শ্রীলংকা, 'এশিয়া কাপের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি, তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলংকার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে।'

'আর খেলা হবে ওয়ানডে, টি২০ হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদের যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে