রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি শুরু এইচপি দলের

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৩, ০০:০০

চলতি বছর জুলাই মাসে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পসহ নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রস্তুতি ক্যাম্প। আর প্রথম ধাপের এই ক্যাম্পের জন্য ২৫ ক্রিকেটারকে ডাকা হয়েছে। হেড কোচ ডেভিড হ্যাম্প দলের সঙ্গে রয়েছেন। জুলাইয়ের আগ পর্যন্ত কয়েক ধাপে এই ক্যাম্প চলবে ২৬ ক্রিকেটার নিয়ে। ক্যাম্প শেষে জুলাইতে এখান থেকেই নির্ধারিত দল যাবে শ্রীলংকায় ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে। টুর্নামেন্টের সূচি এখনো ঘোষিত হয়নি। তবে বাংলাদেশ 'বি' গ্রম্নপে আফগানিস্তান 'এ' ওমান ও আরব আমিরাতকে পেয়েছে। 'এ' গ্রম্নপে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা 'এ' দলের সঙ্গে থাকছে নেপাল। দুই গ্রম্নপ থেকে সেরা দুই দল সেমিফাইনাল খেলবে। মিরপুরে ২৪ থেকে ৩১ মে পর্যন্ত এইচপির ক্রিকেটাররা ফিটনেস ক্যাম্প করবেন। এরপর ১ থেকে ৮ জুন রাজশাহী এবং ৯ থেকে ২৬ জুন বগুড়ায় হবে স্কিল ক্যাম্প। মিরপুর বাদে ভিন্ন কন্ডিশনে ক্যাম্প করাকে গুরুত্ব দিতেই আলাদা রাখা হয়েছে এসব ভেনু্য। এইচপি দলের এই ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুলস্নাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এ ছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাম্পের দলে। এইচপি দল : ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, আইচ মোলস্নাহ, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল এবং আব্দুলস্নাহ আল মামুন। স্পিনার : রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব। পেসার : নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মন্ডল, মৃতু্যঞ্জয় চৌধুরি, আসাদুলস্নাহ আল গালিব। উইকেটকিপার : আকবর আলী এবং প্রিতম কুমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে