শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শক্তিধর মালয়েশিয়াকেও ভয় পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ মে ২০২৩, ০০:০০

জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের শেষ ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। ওমানের সালালাহ শহরের স্পোর্টস কমপেস্নক্সে পুল 'বি'তে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর মালয়েশিয়া। বাংলাদেশ সময় বিকাল ৫-৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়া। তবে এই দলের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, এই ম্যাচে দলকে 'ভয়ডরহীন' হকি খেলার বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের কোচ মামুন-উর-রশিদ। সিনিয়র দলের মতো জুনিয়র টুর্নামেন্টেও ওমান বাংলাদেশ হকি দলের এখন সমশক্তির প্রতিপক্ষ। মঙ্গলবার ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ। ২২ মিনিটে তাসিন আলী ও ২৪ মিনিটে জাহিদ হোসেন একটি করে গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। ফলে বাংলাদেশ ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রকি। এই শুভসূচনার পর এখন বাংলাদেশের লক্ষ্য শুরুর এই ছন্দ সামনের ম্যাচগুলোতেও টেনে নেওয়া। আজকের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া হলেও কোচ মামুন ভড়কে যাচ্ছেন না মোটেও। অনূর্ধ্ব-২১ বছর বয়সিদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় সবশেষ ২০১৫ সালে দেখা হয়েছিল দুই দলের। বাংলাদেশ উড়ে গিয়েছিল ৮-০ গোলে। চলতি আসরেও মালয়েশিয়া উড়ন্ত সূচনা হয়েছে। তবে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের পাওয়া জয়ের মধ্যেই মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের অনুপ্রেরণা খুঁজছেন মামুন-উর-রশিদ, 'যদিও এর আগে আমাদের ওমানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা ছিল, কিন্তু ওই ম্যাচগুলোতে ভালো লড়াই হয়েছিল। এ ছাড়া গত ম্যাচে ওরা স্বাগতিক বলে আমাদের খেলার মধ্যে কিছুটা জড়তা ছিল। সেটা কেটে গেছে। এখন ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী।' দলে কোনো চোট সমস্যা না থাকায় নির্ভার মামুন। ওমান থেকে হোয়াটসঅ্যাপে কোচ জানালেন, দারুণ আত্মবিশ্বাস নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে নির্ভয়ে খেলবে তার দল, 'আমাদের গ্রম্নপে সবচেয়ে শক্তিধর দল দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। আগামীকাল (আজ) খেলব মালয়েশিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। আমরা ভয়ডরহীন হয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলব। ফলাফল যাই হোক, সেটা পরে দেখা যাবে।' '২০১৫ সালে মালয়েশিয়ার কাছে আমরা বড় ব্যবধানে হেরেছিলাম। তাদের খেলার কিছু ভিডিও দেখেছি। সেগুলো নিয়ে কাজ করেছি আজকের (বুধবার) অনুশীলনে। সেভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামব আমরা। আমাদের লক্ষ্য নিজেদের সহজাত খেলাটা খেলা।' জুনিয়র এশিয়া কাপে দুই গ্রম্নপে পাঁচটি করে দল রয়েছে। বাংলাদেশ পড়েছে পুল 'বি'তে। দুই গ্রম্নপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপের শীর্ষ তিন দল জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে