রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের কাঁধে অস্ট্রেলিয়া কোচের আস্থার হাত

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৩, ০০:০০

গত বছরের শুরু থেকে টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। ফর্মহীনতা নিয়ে পড়েছেন সমালোচনার মুখে। এমনকি সাদা পোশাকের দলে তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়ই। তবে দল ঠিকই আস্থা রাখছে বাঁহাতি এই ব্যাটসম্যানের ওপর। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের বিশ্বাস, আসছে ম্যাচগুলোয় বড় ভূমিকা রাখবেন অস্ট্রেলিয়ান ওপেনার। টেস্টে ভাগ্যটা ঠিক সহায় হচ্ছে না ওয়ার্নারের। এই সময়ে ১৪ টেস্ট খেলে ২৬.৩৯ গড়ে স্রেফ ৬০৭ রান করেছেন তিনি, ফিফটি দুটি ও একটি ডাবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন ওয়ার্নার। ভারতের মাটিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টের তিন ইনিংসে করেন ১, ১০ ও ১৫ রান। দিলিস্নতে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়ে ছিটকে যান সিরিজের বাকি অংশ থেকে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওয়ার্নারের সাম্প্রতিক ফর্ম নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও তাকে দল থেকে বাদ দেয়নি অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন ১০৩ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে