রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

স্পেনে নতুন যুগের সূচনা দেখছেন ফুয়েন্তে

ক্রীড়া ডেস্ক
  ২০ জুন ২০২৩, ০০:০০

স্পেনকে শিরোপা উপহার দিয়ে নতুন স্বপ্ন দেখছেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গতবারের রানার্সআপ স্পেন। ম্যাচটিতে ১২০ মিনিটের খেলা গোলশূন্য ড্র ছিল। স্পেনের কোচ ফুয়েন্তে বলেছেন, এই জয়ের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে। এই জয়ের পর আরও শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছেন স্পেন বস।

লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'যেভাবে দল এগিয়ে গেছে, সেই জায়গা থেকে আমি ভীষণ খুশি। শিরোপা আমরা না জিতলেও খুশি থাকতাম। তবে সফল হয়ে ভালো লাগছে। এ ছাড়া ম্যাচটি আমরা টাইব্রেকার ছাড়াও জিততে পারতাম। যদিও সেটি হয়নি। টাইব্রেকারের সময় সবাইকে শান্ত থাকতে বলেছিলাম। ওরা সেটি পালন করেছে এবং সফল হয়েছে।'

স্পেন কোচ আরও বলেন, 'ছেলেরা দারুণ খেলেছে। ওদের জন্য এটি প্রাপ্য ছিল। এই জয়ের অভ্যাস দলকে ভালো দিকে নিয়ে যাবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও শিরোপা জেতা সম্ভব। আমি বলব, আরও শিরোপা জেতা উচিত।'

তিনি আরও যোগ করেন, 'আশা করছি, ভবিষ্যতে আরও আনন্দের মুহূর্ত আসবে। সব প্রকল্পগুলো বিজয়ের ওপর ভিত্তি করে আরও ভালোভাবে নির্মিত হয়। এটা আমাদের আরও বেশি শক্তি, আত্মবিশ্বাস জোগাবে। সাধারণত এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে পুনরাবৃত্তি হয়, আমরাও জয়টাকে অভ্যাসে পরিণত করতে চাই।'

এর আগে জাভি, ইনিয়েনস্তাদের শূন্যতা পূরণ করতে পারছিলেন না মোরাতা-গাভিরা। কোনো কোচেই সাফল্য পাচ্ছিল না স্পেন। কাতার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হেরে বিদায়ের পর নতুন কান্ডারি হিসেবে দলকে সাজানোর দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। এরপর এই প্রথম শিরোপা উঠল তার হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে