সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভয়ংকর অতীত নিয়ে সতর্ক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ জুন ২০২৩, ০০:০০
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রম্নপের শেষ ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে কর্নাটকা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল -বাফুফে

ফিফার্ যাংকিংয়ে দু'দলের পার্থক্যটা খুব বেশি না। ভুটান ১৮৫তম স্থানে। বাংলাদেশ ১৯২তম। পরিসংখ্যানে অনেক এগিয়ে বাংলাদেশ। অতীতে ১৩ বারের দেখাতে ১০টিতেই জিতেছে লাল-সবুজরা। একটিতে ড্র আর একটি মাত্র হার। কিন্তু সেই একটি হারই বাংলাদেশের ফুটবলকে প্রায় ১৭ মাস রেখেছিল আন্তর্জাতিক ফুটবলের বাইরে। সেই দুঃসহ অতীত ভুলে যায়নি বাংলাদেশ দল। বঙ্গবন্ধু সাফে আজ 'বি' গ্রম্নপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভুটান। বাংলাদেশ সময় রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। অতীত মাথায় রেখে তাই অতি আত্মবিশ্বাসী হচ্ছে না বাংলাদেশ। সতর্ক হয়েই ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছেন জামাল-তপুরা।

২০০৯ সালে শেষবার সাফের সেমিতে খেলেছিল বাংলাদেশ। ১৪ বছর পর আবারও সেই সেমিফাইনালে খেলার হাতছানি তাদের সামনে। গ্রম্নপ পর্ব পেরুতে না পারার ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হওয়ার সুবর্ণ সুযোগ লাল-সবুজদের সামনে। সাফে এবার গ্রম্নপ 'বি'তে এখন পর্যন্ত জয় বঞ্চিত দল ভুটান। এই গ্রম্নপে প্রতিটি দলই খেলেছে দু'টি করে ম্যাচ। সর্বোচ্চ ৬ পয়েন্ট লেবাননের। ৩ পয়েন্ট ও সমান গোলগড় বাংলাদেশ ও মালদ্বীপের। ভুটান পয়েন্ট শূন্য। তবে চার দলেরই এখনো সেমিতে খেলার সম্ভাবনা বেঁচে আছে। বাংলাদেশ ম্যাচ হারলে বা ড্র করলে পড়তে হতে পারে সমীকরণের মারপঁ্যাচে। কারণ তাদের আগের ম্যাচেই বিকালে মাঠে নামবে লেবানন ও মালদ্বীপ। যে ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে অনেক কিছু। তবে বাংলাদেশ দল সেসব হিসাব-নিকাশে যেতেই চাচ্ছে না। ভুটানের বিপক্ষে তাদের একমাত্র লক্ষ্য জয়। সাফে শক্তিধর লেবাননের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও হার। তবে সেই হারও আত্মবিশ্বাস জুগিয়েছিল জামালদের। যে কারণে মালদ্বীপের বিপক্ষে আরও দুরন্ত হয়ে উঠেছিল হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ৩-১ গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তবে নিজেদের এই দুর্দান্ত পারফরম্যান্সে অধিক আত্মবিশ্বাসী হচ্ছে না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন দলীয় অধিনায়ক জামাল ভুইয়া, 'ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আমরা খেলতে নামব। আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে খেলতে হবে।'

১০ অক্টোবর, ২০১৬ সাল। এ দিনেই ভুটানের বিপক্ষে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ওই এক হারে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় প্রায় দেড় বছর পা পড়েনি দলের। ভয়ংকর সেই অতীত আজও তাড়া করে ফেরে দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মনকে। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দুঃসহ সেই স্মৃতির পুনরাবৃত্তি এই ডিফেন্ডার দেখতে চান না কোনোভাবেই, '(লেবাননের বিপক্ষে) মালদ্বীপ কী করছে এটা একটা বড় ব্যাপার। মালদ্বীপ হেরে গেলে ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট পেলেই হয়তো আমরা সেমি-ফাইনালে চলে যাব। তবে মালদ্বীপ ম্যাচের পর আমরা আমাদের মানসিকভাবে যেভাবে চাঙা করেছি, সেখান থেকে আমরা সরে আসছি না। কারণ ভুটানের সঙ্গে আমাদের একটা বাজে অতীত আছে, সেই ঘটনা যেন না ফিরে আসে, সেটাই আমরা চাইব।' 

'আমরা জয়ের ধারা ধরে রাখতে চাইব, কারণ জয়ের মানসিকতা একটা অভ্যাস তৈরি করে দেয়। আমরা সেভাবেই পরিণত হতে চাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব মাঠে। কারণ জিতে সেমি-ফাইনালে গেলে সেটা হবে দলের জন্য মস্ত বড় অনুপ্রেরণা। সেমি-ফাইনালে তখন আরও ভালো খেলার অনুপ্রেরণা থাকবে। আমরা চাইব, টানা দুই ম্যাচ জিতে সেমিতে যেতে, কারণ তখন প্রতিপক্ষও আমাদের ভয় পাবে যে, এই দলটা অনেক কঠিন পরিস্থিতি থেকে জিতে এ পর্যন্ত এসেছে। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে।' যোগ করেন তপু।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে