সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ফেভারিট বলছেন শ্রীনিবাস

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ জুন ২০২৩, ০০:০০
মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে শ্রীনিবাস চন্দ্রশেখরন

পাকিস্তানের সাবেক কোচ বব উলমারের কথা মনে আছে। মৃতু্যর আগপর্যন্ত যিনি তকমা পেয়েছিলেন ল্যাপটপ কোচ হিসেবে। সে সময় এ নিয়ে অনেক টিপ্পনি হলেও, আধুনিক ক্রিকেটে ল্যাপটপ আর তথ্যপ্রযুক্তি যেন অবিচ্ছেদ্য অংশ। যেমন অবিচ্ছেদ্য অংশ টাইগারদের বহরে থাকা শ্রীনিবাস চন্দ্রশেখরন। জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্ট। নিজ দলের শক্তি সমস্যা খুঁজে বের করার পাশাপাশি যিনি কাজ করেন প্রতিপক্ষ দলের শক্তি আর দুর্বলতা বের করতে। তবুও প্রশ্ন আসতেই পারে, তার কাজ কতটুকু গুরুত্ব বহন করে!

ক্রিকেট শুধু ২২ গজে ব্যাটে বলের খেলাই নয়, মাঠের বাইরে হয় বুদ্ধি আর টেকনিকের লড়াইও। আধুনিক ক্রিকেটে অন্য বিভাগগুলোর পাশাপাশি পারফরম্যান্স অ্যানালিস্টের জুড়ি মেলা ভার। নিজেদের সমস্যা জানান দেওয়ার সঙ্গে প্রতিপক্ষের শক্তি আর দুর্বলতা খুঁজে বের করাই যার প্রধান কাজ। দীর্ঘদিন ধরেই টাইগারদের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পালন করছেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। শান্ত-লিটনদের ছন্দে ফেরার পেছনেও আছে যার অসীম অবদান। বলছেন, সাম্প্রতিক ফর্মের বিবেচনায় বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি বাংলাদেশ।

শ্রীনিবাস বলেন, 'দেখুন আধুনিক ক্রিকেটে আপনার সমস্যা কিংবা প্রতিপক্ষের দুর্বলতা বের করতে অ্যানালিস্টের বিকল্প নেই। তবে কাজটি সহজ নয়। কারণ, প্রতি ম্যাচে প্রতিপক্ষের প্রতিটি ক্রিকেটারকে নিয়ে আলাদা কাজ করতে হয়। এটা আবার দুই ধাপে হয়, ম্যাচের আগে আর পরে। পরে মূলত নিজেদের ভুলগুলো খুঁজে বের করে ভবিষ্যতের জন্য নোট করা হয়।'

লিটন-শান্তদের বদলে যাওয়ার কিংবা তাসকিনদের দোর্দন্ড প্রতাপে ফিরে আসার পেছনেও আছে চন্দ্রশেখরনের অবদান। তার মতে, আধুনিক ক্রিকেটে খেলার ধরনে চতুন হওয়াও ভীষণ প্রয়োজন।

তিনি বলেন, 'দেখুন সামান্য টেকনিক পরিবর্তন করেও বড় সাফল্য পাওয়া সম্ভব। লিটন-শান্ত তা করে দেখিয়েছে। হতভম্ব না হয়ে খেলায় কী হতে পারে, তা জানা থাকলে কাজটা সহজ হয়ে যায়। সঙ্গে সমন্বয় করাটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা এখন আগের চেয়ে বেশি পরিণত।'

আইপিএলের স্স্নটে ছুটি ছাড়া গেল পাঁচ বছরের বেশি সময় ধরে শ্রীনিবাস কাজ করছেন টাইগারদের সঙ্গে। তার মনে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারের মান এখন অনেক উঁচু। বিশ্বকাপে তাই দেখছেন দারুণ কিছুর স্বপ্ন।

ভারত বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনার কথা জানিয়ে শ্রীনিবাস বলেন, 'মানসিকতায় কিংবা মানের দিক থেকে বাংলাদেশ এখন সেরা পাঁচটি দলের একটি। বিশ্বকাপের ম্যাচে, সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। কন্ডিশন অনেকটা একই হওয়ায় আমাদের দারুণ সম্ভাবনা আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে