সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ান ডে সিরিজ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ জুলাই ২০২৩, ০০:০০

তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচের সিরিজ খেলতে আফগানিস্তান ক্রিকেট দল এখন চট্টগ্রামে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও এরই মধ্যে পৌঁছে গেছেন সেখানে।

আগামী ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

আসন্ন ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সিরিজের পরের দুই ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ৮ ও ১১ জুলাই। এর আগে রোববার ম্যাচ টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের ওয়ানডে সিরিজে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই টিকিটে ওয়েস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

এছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ড থেকে খেলা দেখতে চাইলে টিকিটপ্রতি খরচ করতে হবে ১০০০ টাকা।

এ সিরিজে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ড দুই জায়গার টিকিটের মূল্য ১৫০০ টাকা করে। টিকিটগুলো সাগরিকায় বিটাক সার্কেলের কাছে অবস্থিত টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম থেকে সংগ্রহ করা যাবে।

সকাল ৯.৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই বিমান ধরবে সিলেটের উদ্দেশে। সেখানেই হবে টি২০ সিরিজের দুটি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে