সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ জুলাই ২০২৩, ০০:০০

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আসরটির পর্দা উঠবে।

বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলই

দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যেখানে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর।

দেশের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয়

প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ৩ অক্টোবর অস্ট্রেলিয়াকে পাচ্ছে বাংলাদেশ।

তবে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এছাড়া ম্যাচটি ৩ নয়, অনুষ্ঠিত হবে দুই অক্টোবর। ২৯ সেপ্টেম্বর প্রথম

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাবে বিশ্বকাপ

কোয়ালিফায়ার পার করে আসা দ্বিতীয় স্থানে থাকা দলকে। সেটি হতে পারে শ্রীলংকা, জিম্বাবুয়ে বা স্কটল্যান্ডের যে কেউ।

বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের গৌহাটিতে। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এক টুইটে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও এই ভেনু্যতে খেলবে ইংল্যান্ড। একই দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে থিরুভানান্থাপুরামে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।

এই ভেনু্যতে ২ অক্টোবর লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৩ অক্টোবর একই ভেনু্যতে কোয়ালিফায়ার পার করে আসা দলের বিপক্ষে লড়বে ভারত। ২৯ সেপ্টেম্বর পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের পর্ব।

বাংলাদেশের প্রস্তুতি

ম্যাচের সূচি :

২৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ- কোয়ালিফায়ার জয়ী দল (২য়), গৌহাটি

২ অক্টোবর, প্রতিপক্ষ- ইংল্যান্ড, গৌহাটি

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি:

বিপক্ষ আফগানিস্তান, ৭ অক্টোবর, ধর্মশালা

বিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর, ধর্মশালা

বিপক্ষ নিউজিল্যান্ড, ১৪ অক্টোবর, চেন্নাই

বিপক্ষ ভারত, ১৯ অক্টোবর, পুনে

বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২৪ অক্টোবর, মুম্বাই

বিপক্ষ কোয়ালিফায়ার ১, ২৮ অক্টোবর, কলকাতা

বিপক্ষ পাকিস্তান, ৩১ অক্টোবর, কলকাতা

বিপক্ষ কোয়ালিফায়ার ২, ৬ নভেম্বর, দিলিস্ন

বিপক্ষ অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর, পুনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে