সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রকিবুল হাসানকে বিসিবির তলব

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ আগস্ট ২০২৩, ০০:০০

আচরণবিধি ভঙ্গের দায়ে প্রধান ম্যাচ রেফারি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোয় সাবেক এই ক্রিকেটারকে তলব করছে বোর্ড। বোর্ডের একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই পরিচালক বলেন, 'এর আগে বেশ কয়েকবার তাকে সতর্ক করা হয়েছিল। তিনি প্রতিবারই বিতর্কিত মন্তব্য করবেন না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এবার বিষয়টি বোর্ড সভাপতি পর্যন্ত গড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে কারণ জানতে আমরা তাকে তলব করেছি। তার কাছে কারণ জানতে চাওয়া হবে।'

তিনি আরও বলেন, 'বোর্ডের একজন চাকরিজীবী হয়ে বোর্ডেরই বিপক্ষে কথা বলাটা খুবই হতাশাজনক। হয়তো এসব করে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে চান। কিন্তু এটা তো সম্পূর্ণ নিয়মবহির্ভূত। উল্টাপাল্টা কথা মিডিয়ার সামনে বলে তিনি কী প্রমাণ করতে চান, সেটিই জানতে চাইবে বোর্ড।'

গত রোববারই সরকারবিরোধী প্রচারণা করায় ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর দেবব্রত পালকে তলব করার সিদ্ধান্ত নেয় বোর্ড। যদিও আগেভাগেই পদত্যাগ করেন দেবব্রত।

এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই চিফ ম্যাচ রেফারিকে তলব করল বিসিবি।

গত শনিবার এশিয়া কাপের দল থেকে রিয়াদকে বাদ দেওয়ায় ফেসবুকে প্রতিবাদী প্রতিক্রিয়া দেন মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি ও মাহমুদউলস্নাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এশিয়া কাপের দল থেকে রিয়াদের বাদ পড়াকে অবিচার আর অবহেলা হিসেবে দেখছেন তারা দুই বোন। এরপর এই দুই স্ট্যাটাস নিয়ে ভক্তদের পক্ষে-বিপক্ষে আলোচনায় ফেসবুক সরগরম হয়ে ওঠে।

সূত্র জানিয়েছে, বিসিবি, জাতীয় দল, জাতীয় নির্বাচক প্যানেল বা খেলোয়াড়দের সুনাম ক্ষুণ্ন করে বা বিরুদ্ধে যায় প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিতে পারবেন না চুক্তিতে থাকা ক্রিকেটার এবং তাদের পরিবারের সদস্যরা। এই শর্ত মেনে জাতীয় দলের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেন। ক্রিকেটাররা চুুক্তির শর্ত মানলেও মানছেন না তাদের স্ত্রীরা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারকা ক্রিকেটারদের পত্নীরা ফেসবুকে প্রতিবাদী হচ্ছেন।

মুশফিকের স্ত্রী মন্ডি ও রিয়াদের স্ত্রী মিষ্টি এ-ই প্রথম বিসিবিকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেননি। বোর্ড বা নির্বাচকদের কোনো সিদ্ধান্ত নাখোশ হয়ে আগেও স্ট্যাটাস দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তারা। ফলে জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের স্ত্রীদের স্ট্যাটাস বিসিবির বিপক্ষে গেছে বলে মনে করছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সতর্ক করার পক্ষে বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে