সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এএফসি কাপে ঈগলসকে হারিয়ে পেস্ন-অফে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ আগস্ট ২০২৩, ০০:০০
সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার বিকালে এএফসি কাপে আবাহনীর ফরোয়ার্ডকে শর্ট নিতে বাধা দিচ্ছেন মালদ্বীপের ঈগলস ক্লাবের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীল জার্সিধারীরা -ওয়েবসাইট

এএফসি কাপের প্রিলিমিনারি পর্বে মালদ্বীপের ঈগলস ক্লাবকে হারিয়ে পেস্ন অফে জায়গা করে নিয়েছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে হারায় ঈগলসকে। কর্দমাক্ত, ভারী মাঠে বলের নিয়ন্ত্রণ নিতে বেগ পেতে হয় দুই দলকেই। ঘরের মাঠে ছন্দময় ফুটবল খেলতে না পারলেও শুরুতে ঠিকই এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেয় মালদ্বীপের দল ঈগলস। তবে শেষ মুহূর্তে দানিলো কুইপার দারুণ হেড গড়ে দেয় ম্যাচের ভাগ্য। জয় পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি। পেস্ন-অফে আবাহনীর প্রতিপক্ষ কে হতে যাচ্ছে তা নির্ধারিত হবে ২২ আগস্ট।

কয়েক দিনের ভারী বর্ষণে কর্দমাক্ত মাঠে আবাহনীর শুরুটা ছিল আক্রমণাত্মক। দলে নতুন দুই ব্রাজিলিয়ান নেই। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশি নিয়ে খেলেছে মারিও লেমোসের দল। পঞ্চম মিনিটে মুজাফ্‌ফর মুজাফ্‌ফরভের শট হাত উঁচিয়ে আটকে দেন গোলরক্ষক। ১০ মিনিট পর উজবেকিস্তানের এই মিডফিল্ডারের বক্সের বাইরে থেকে জোরালো শটও রুখে দেন ঈগলস গোলরক্ষক। ২০তম মিনিটে পাওয়া প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। ডেভিড ইফেগুয়ের ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন কর্নেলিয়াস (১-০)। ৪৫তম মিনিটে ডেভিডের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। তবে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় 'আকাশি-নীল' জার্সিধারীরা।

৬৩তম মিনিটে সমতায় ফেরে মালদ্বীপের দলটি। মিলোভান পেত্রোভিচির ফ্রি কিকে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নেন রিজুভান আহমেদ (১-১)। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৮১তম মিনিটে সতীর্থের ক্রসে হুমাইদ হোসেনের হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হলে বেঁচে যায় আবাহনী। একটু পর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ কড়া নাড়ে আবাহনীর দরজায়। তবে মোজাফ্‌ফরভের ফ্রি কিকে মিলাদ শেখ সোলেমানির ডাইভিং হেড লক্ষ্যে ছিল না, বল চলে যায় বাঁয়ে থাকা এমেকা ওহবাহর পায়ে। তার বাড়ানো আড়াআড়ি ক্রসে মিলাদের হেড অল্পের জন্য বাইরে যায়।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৮৯তম মিনিটে কর্নার আদায় করে নেয় আবাহনী। মোজাফ্‌ফরভের কর্নারে দূরের পোস্টে থাকা দানিলোর হেডে ফের এগিয়ে যায় আবাহনী (২-১)। নির্ধারিত সময়ের মধ্যে আর ম্যাচে ফেরা হয়নি ঈগলসের। তাই ২-১ গোলের জয়ে পেস্ন-অফে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল। ২২ আগস্ট ভারতের মোহনবাগান ও নেপালের মাচিন্দ্রা এফসির মধ্যে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে