সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার হৃদয় ভেঙে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৩, ০০:০০
নারী ফুটবল বিশ্বকাপে বুধবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত ইংল্যান্ডের মেয়েরা -ওয়েবসাইট

সহআয়োজক হয়ে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের হৃদয় ভেঙে প্রথমবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।

ম্যাচের ৩৬ মিনিটে এলা টুনের প্রথম গোলটি স্তব্ধ করে দেয় স্বাগতিক দর্শকদের। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কার মাটিলডাসদের ম্যাচে ফেরান ৬৪ মিনিটে। তাতেও কোনো লাভ হয়নি। ইংল্যান্ডের আক্রমণের মুখে পেরে ওঠেনি অস্ট্রেলিয়ার রক্ষণভাগের মেয়েরা। ম্যাচের ৭১ মিনিটে ইংল্যান্ডকে ব্যবধান বাড়িয়ে নেন হেম্প। ইংলিশদের হয়ে ম্যাচের ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেছেন অ্যালেসিয়া রুশো। তাতে করে ফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়ার।

এদিকে ফাইনালে পৌঁছে অন্যরকম এক কীর্তিও গড়েছে ইংল্যান্ডের নারী দল। ১৯৬৬ সালে ছেলেদের বিশ্বকাপের পর প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অথচ মেয়েদের আগের দুই আসরে সেমিফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। এবার আর তার পুনরাবৃত্তি হয়নি। আগামী রোববার অল ইউরোপিয়ান ফাইনালে ইংল্যান্ডের নারী দলের

প্রতিপক্ষ স্পেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে