রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ফুটবলে নজর গ্রিজমানের

ক্রীড়া ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ থেকে শুরু করে সেখানকার ক্রীড়া ও সংস্কৃতি আর পরিবেশ, সবকিছুর প্রতি অনুরাগের কথা নানা সময়েই বলেছেন আতোঁয়ান গ্রিজমান। এখন তার সেই আকর্ষণ আরও বেড়ে গেছে লিওনেল মেসির কারণে, যাকে গ্রিজমান মনে করেন ইতিহাসের সেরা ফুটবলার। আর্জেন্টাইন জাদুকরের মতোই অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরাসি তারকা একদিন পা রাখতে চান যুক্তরাষ্ট্রে ফুটবলে। ক্যারিয়ার শেষ করতে চান তিনি মেজর লিগ সকারে খেলে।

ইন্টার মায়ামিতে যোগ দিয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে তোলপাড় ফেলে দিয়েছেন মেসি। সময়ের সেই আলোড়ন আরও বেড়েছে তার অসাধারণ পারফরম্যান্সে। মেজর লিগ সকারে (এমএলএস) কোনো ম্যাচ তিনি খেলেননি এখনো পর্যন্ত। তবে লিগস কাপে তার অসাধারণ নৈপুণ্যেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মায়ামি। ৬ ম্যাচে ৯ গোল করে ফেলেছেন বিশ্বকাপ জয়ী তারকা, গোলে সহায়তা করেছেন আরও ৩টি।

আতোঁয়ান গ্রিজমান নিজেও যে যুক্তরাষ্ট্রে যেতে চান, এই সুযোগে তা জানিয়ে রাখলেন আবার। তবে তা এখনই নয়। গত মৌসুমেও লা লিগার সেরা ফুটবলারদের একজন ছিলেন তিনি। গোল করেছিলেন ১৫টি। গোলে সহায়তা করেছিলেন ১৬টি, যা ছিল লিগের সবার মধ্যে সর্বোচ্চ। ৩২ বছর বয়সি তারকা অ্যাটলেটিকোর হয়ে আলো ছড়িয়ে যেতে চান আরও কিছুদিন। সময় হলে তিনি পা রাখবেন যুক্তরাষ্ট্রের ফুটবল আঙিনায়, 'আমি তো সবসময়ই এটা বলেছি, আমার লক্ষ্য সেখানেই (যুক্তরাষ্ট্রে) ক্যারিয়ার শেষ করা। আমেরিকান ক্রীড়ার যা সবকিছু আমার ভালো লাগে, এমএলএসে খেলা এবং উপভোগ করা, নিজের সেরা পর্যায়ে থেকেই নানা কিছু জয় করা, এসব আমি চাই।'

এই ফরোয়ার্ড বললেন, 'এমএলএসের জন্য বড় অর্জন মেসিকে পাওয়া। মেসির খবর রাখছি- লিও ইতিহাসের সেরা ফুটবলার। তার কারণে গ্যালারি পরিপূর্ণ হয়ে উঠছে, অনেক গোল করছে এবং ম্যাচ জেতাচ্ছে দলকে। সে অবিশ্বাস্য এবং আমার মনে হয়, বাজারজাতকরণ ও ফুটবলীয় দৃষ্টিকোণ, দুই দিক থেকেই এমএলএস সেরা কাজটি করেছে লিওকে সেখানে নিয়ে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে