সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডুতে আজ কোর্টে নামবেন শাটলাররা

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

দুটি টুর্নামেন্টে অংশ নিতে বুধবার নেপালের কাঠমান্ডু গেছেন আট শাটলারসহ ৯ সদস্যের বাংলাদেশ দল। ব্যাডমিন্টন সাউথ এশিয়া (অ-১৭ ও অ-১৫) আঞ্চলিক জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন লাল-সবুজের খেলোয়াড়রা। আজ কোর্টে নামবেন শাটলাররা। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মোস্তাকিম হোসেন ও ওয়ালি উলস্নাহ এবং বালিকা বিভাগে আফিফা খান অরিন ও তানজিলা মাহমুদ অংশ নিচ্ছে। অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে এসএসএম সিফাত উলস্নাহ গালিব ও রাজন মিয়া এবং বালিকা বিভাগে অংশ নিচ্ছেন ম্যাথেনা মাধূর্য্য বিশ্বাস ও সিনথিয়া খানম প্রিয়ন্তি। এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ভারত ছাড়া বাকি ছয়টি দেশই অংশ নিচ্ছে। গত আসরে অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের দ্বৈতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিয়েছিল সিফাত উলস্নাহ গালিব ও মোস্তাকিম হোসেন। এবার অবশ্য গালিব চলে গেছেন অনূর্ধ্ব-১৭ বিভাগে। তাই প্রত্যাশা একটু বেশিই। কোচ অহিদুজ্জামান রাজুর কথায়, 'গত আসরে একটি শিরোপা নিয়ে দেশে গিয়েছিল ছেলেরা। এবার প্রত্যাশা বেড়েছে। কারণ মোস্তাকিম অনূর্ধ্ব-১৫ ও গালিব অ-১৭ দলে খেলছে। তাই বালকদের দলগতে শিরোপা জেতার পাশাপাশি নজর থাকবে অন্য আরেকটি ইভেন্টেও চ্যাম্পিয়ন হওয়া। কারণ অ-১৫ ও ১৭ দুই ক্যাটাগরিতে পাঁচটি করে (বালক ও বালিকা একক, দ্বৈত ও মিশ্র) দশটি এবং দলগতে আরও দুটি ইভেন্টে আমরা খেলছি। তাই একটু বাড়তি প্রত্যাশা তো থাকবেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে