এএফসি কাপে সোমবার সন্ধ্যায় ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে যখন মাঠে নামার অপেক্ষায় বসুন্ধরা কিংস। এমন ম্যাচের আগেই কিনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব সূত্রে জানা গেছে, এফসি কাপের প্রথম ম্যাচ খেলতে গিয়ে মালদ্বীপ থেকে আসার পথে শৃঙ্খলাবহির্ভূত কাজে জড়িয়ে পড়ায় ৫ ফুটবলারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এই ৫ ফুটবলার হলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন, ক্লাবটির প্রথম অধিনায়ক তৌহিদুল আলম সবুজ ও ডিফেন্ডার রিমন হোসেন। একই ঘটনায় তিনজন সাপোর্টিং স্টাফকেও শাস্তির আওতায় আনা হয়েছে। বর্তমানে খেলোয়াড়দের ক্যাম্পের বাইরে রাখা হয়েছে।
ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেছেন, 'শৃঙ্খলা সবার ওপরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে। তাদের বিপক্ষে অভ্যন্তরীণ তদন্তও চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির পর আশা করছি খেলোয়াড়রা তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে এরকম কাজ আর করবে না।'