হাসান মুরাদের স্পিনে বেশি দূর যেতে পারল না রাজশাহী বিভাগ। ছোট লক্ষ্যে ঝড় তুললেন মাহমুদুল হাসান জয়। অনায়াস জয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের ট্রফি ঘরে তুলল চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ছয় ম্যাচে চট্টগ্রামের পঞ্চম জয় এটি। সব মিলিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ম্যাচের প্রথম ইনিংসে রাজশাহীকে ১৮৯ রানে থামিয়ে চট্টগ্রাম করে ২৯০ রান। ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারে রাজশাহী গুটিয়ে যায় ১২৪ রানে। স্রেফ ২.২ ওভারেই ২৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে চট্টগ্রাম।
৯৯ রানে রাজশাহীর ৬ উইকেট নিয়ে আগের দিনই নিজেদের কাজ অনেকটা এগিয়ে রাখে চট্টগ্রাম। সোমবার এর সঙ্গে আর কেবল ২৫ রান যোগ করতে পারে রাজশাহী। পরে জয়ের ১১ বলে ২১ রানের সৌজন্যে অনায়াসে জেতে স্বাগতিক দল।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মুরাদ এবার ধরেন ৫ শিকার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বাদশ ৫ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া বাঁহাতি স্পিনারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬ উইকেট নেওয়া নাঈম হাসান জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চট্টগ্রামের এই অফস্পিনারও ডাক পেয়েছেন আসন্ন টেস্ট সিরিজের দলে।
-:সংক্ষিপ্ত স্কোর :-
রাজশাহী ১ম ইনিংস : ১৮৯
চট্টগ্রাম ১ম ইনিংস : ২৯০
রাজশাহী ২য় ইনিংস : ৪৪.৫ ওভারে ১২৪ (সাব্বির ৭, সানজামুল ৩৬*, মোহর ১, সাকলাইন ০, রানা ০; হাসান ২/৩৮, ইফরান ১/৯, নাঈম ২/৩১, মুরাদ ৫/৪২)।
চট্টগ্রাম ২য় ইনিংস ২.২ ওভারে (জয় ২১*, পারভেজ ২*; শান্ত ০/১৮, সাব্বির ০/৬)।
ফল : চট্টগ্রাম ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা : হাসান মুরাদ