প্রথমদিনেই ১৫ উইকেটের পতনে দারুণভাবে রোমাঞ্চ ছড়াচ্ছিল ঢাকা টেস্ট। দ্বিতীয় দিনে কি হয় সেটার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বেরসিক বৃষ্টি সেই রোমাঞ্চে জল ঢেলে দিল। বৃষ্টির কারণে বৃহস্পতিবার ঢাকা টেস্টের একটি বলও মাঠে গড়ানোর সুযোগ হয়নি। থেমে থেমে হচ্ছিল বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে। তাতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়।
ঢাকা টেস্টের প্রথম দিনে আকাশে কালো মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন খেলা হয়েছে প্রায় পুরোদিনই। শেষ বিকালে এসে আলোক স্বল্পতায় কয়েক ওভার কম খেলা হলেও বৃষ্টি হানা দেয়নি। তবে দ্বিতীয় দিনে এসে মিরপুরে খেলেছে শুধুই বৃষ্টি, নীরব দর্শক ছিলেন ক্রিকেটাররা!
বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি, কখনো তার চেয়ে বেশি বৃষ্টি ছিল মিরপুরসহ আশপাশের এলাকায়। বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারেনি দ্বিতীয় দিনে। এজন্য দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
তৃতীয় দিনে খেলা হবে ৯৮ ওভার। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ সকাল সোয়া ৯টায়। আর বিকালের সেশনেও খেলা হবে ১৫ মিনিট বেশি।
আগেরদিন আলোকস্বল্পতার কারণে বাদ পড়া ওভার পুষিয়ে নিতে গতকাল কিছুটা আগেভাগেই খেলা শুরুর কথা ছিল। কিন্তু বুধবার মধ্য রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই ধারা অব্যাহত আছে গতকাল সকাল থেকেই। একবারের জন্যও মিরপুরের উইকেট থেকে কাভার সরানো যায়নি।
সকাল থেকে বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। তবে বৃষ্টিতে খেলা চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। ঘণ্টা কয়েকের অপেক্ষা শেষে দুপুর দুইটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালরা।
এদিকে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে ঢাকা টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আলোচনায় আসে মুশফিকের বিতর্কিত আউট নিয়ে। হাত দিয়ে বল থামাতে গিয়ে 'হ্যান্ডলড দ্য বল' আউট হয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
অল্প রানে গুটিয়ে যাওয়া টাইগাররা বল হাতে দাপট দেখায়। অল্প পুঁজি নিয়ে মিরপুরে স্পিন দিয়ে পাল্টা আক্রমণ স্বাগতিকদের। মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে কিউই ব্যাটাররা।
আলো স্বল্পতার কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের ১১ ওভার আগেই শেষ হয় খেলা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৫ রান। মিরাজ ৩টি ও তাইজুল পেয়েছেন দুই উইকেট। বাংলাদেশের চেয়ে এখনও সফরকারীরা ১১৭ রানে পিছিয়ে আছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গেস্নন ফিলিপস ও এজাজ প্যাটেল। অন্যদিকে এখন পর্যন্ত পতন হওয়া সফরকারীদের পাঁচটি উইকেটও পেয়েছেন টাইগার স্পিনাররা।