বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নতুন বছর আরও ভালো কিছুর প্রত্যাশা দুই ফুটবল অধিনায়কের

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
নতুন বছর আরও ভালো কিছুর প্রত্যাশা দুই ফুটবল অধিনায়কের

নতুন একটি বছরে পা রেখেছে বাংলাদেশের ফুটবল। গত বছর দেশের ফুটবলে কিছু প্রাপ্তি, কিছু অপ্রাপ্তি ও হতাশা ছিল। নতুন বছরটা আরও ভালো হবে এমনটাই বিশ্বাস বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়ার। নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন মনে করেন ২০২৩ সালটা খারাপ যায়নি নারী ফুটবলেও। নতুন বছর চোখ রাখছেন সাফে। এই টুর্নামেন্টে ভালো করতে আরও বেশি বেশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চান সাবিনা।

২০২৩ সালটা কেমন ছিল নারী ফুটবলে? নতুন বছরে নারী দলের প্রত্যাশাই বা কি? এক ভিডিও বার্তায় সাবিনা বলেন, '২০২৩ সালে এশিয়ান গেমসে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে মেয়েদের। শেষটা বলা যেতে পারে আমাদের ভালো হয়েছে। সিঙ্গাপুরের সঙ্গে দুইটা ম্যাচ খেলেছি, ভালোভাবে শেষ করতে পেরেছি। বছরটা ভালোভাবে শেষ হয়েছে এটাই।'

সাবিনা জানান সাফে ভালো করার লক্ষ্য বাংলাদেশ দলের। এ বিষয়ে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে যেহেতু দক্ষিণ এশিয়ায় সাফকে ঘিরেই অনেক জল্পনা-কল্পনা থাকে। সাফটাকে মাথায় রেখেই আমার দিনগুলো এগুচ্ছে। যদি ঘরোয়া আরও কিছু খেলা করা যায় সেটাও ভালো। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রীতি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ দরকার। যেহেতু এ বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ আছে। সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় প্রীতি ম্যাচের বিকল্প নেই।'

বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া বলেন, 'আশা করছি সবাই ২০২৩ সালটা উপভোগ করেছে। আমি মনে করি বাংলাদেশ ফুটবল টিম ভালো পারফর্ম করেছে। অবশ্যই বেশ কিছু বিষয় খুবই পজেটিভ ছিল তবে কিছু হতাশাও ছিল। আমার মনে হয় ২০২৩ বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পজেটিভ ছিল। কিন্তু আমি চাই ২০২৪ সাল আরও ভালো হবে ইনশাআলস্নাহ। আমার প্রত্যাশা আমরা আরও এক ধাপ উপরে যাব। এরই মধ্যে আমরা প্রমাণ করেছি আমরা শক্তিধর দলের সঙ্গে লড়াই করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলস্নাহ হাফেজ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে