শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্‌স) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার বুধবার বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্‌স) এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মার্কারি হাউজকে ট্রফি প্রদান করেন -আইএসপিআর

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেম্‌স) আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দু'দিনব্যাপী (২৩ ও ২৪ জানুয়ারি) এই প্রতিযোগিতা বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেম্‌স) খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বুধবার সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং সেম্‌সের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি থেকে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পুরস্কার

বিতরণ করেন।

প্রতিযোগিতায় মার্কারি হাউজ ১০টি স্বর্ণ, ০৬টি রৌপ্য ও ০৫টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং জুপিটার হাউজ ০৯টি স্বর্ণ, ০৯টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ভেনাস হাউজের আয়ান জামান এ বছর ০৩টি স্বর্ণ পদক পেয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে বিবেচিত হন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে