মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি

ক্রীড়া ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে হঠাৎ করেই বদলে গেছে আবহাওয়া। যার প্রভাব পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা থাকলেও শহর জুড়ে হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তার সঙ্গে কনকনে শীতও অনুভূত হচ্ছে।

দেশটির আবহাওয়া অধিদফতর থেকে মঙ্গলবার বলা হয়েছে, শহর জুড়ে এই সপ্তাহ থেকেই পড়বে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বৃহস্পতিবারও। সেদিন ইসলামাবাদ থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরবর্তী শহর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান 'এ' গ্রম্নপে নিয়ম রক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হবে।

\হকয়েক সপ্তাহ ধরেই শহরজুড়ে দিনের বেলা তাপমাত্রা ছিল ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে অবশ্য সেটি নেমে দাঁড়াতো ১১-১৪ ডিগ্রি সেলসিয়াসে। রাওয়ালপিন্ডিতে বুধবারের তাপমাত্রাও নেমে যায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসটাও করা যায়নি। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে