মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পদকের জন্য ইরান যাচ্ছে নারী কাবাডি দল

ক্রীড়া প্রতিবেদক
  ০৩ মার্চ ২০২৫, ০০:০০
পদকের জন্য ইরান যাচ্ছে নারী কাবাডি দল
বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যরা -ওয়েবসাইট

ইরানের রাজধানী তেহরান থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে পারদিস শহরে ৪ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেখানে থাকছে বাংলাদেশও।

১৪ সদস্যর কন্টিনজেন্ট দেশকে প্রতিনিধিত্ব করবে। দলের কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস, কোচ হিসেবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শাবণী মলিস্নক। ঢাকা থেকে পৃথক ফ্লাইটে দলের সদস্যরা ইরানে যাবেন। ২ মার্চ, রবিবার রাত ৯টায় যাচ্ছেন দলের ৯ সদস্য; বাকি ৫ সদস্য যাবেন ৩ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিটের আরেক ফ্লাইটে।

শ্রাবণী মলিস্নক, বৃষ্টি বিশ্বাস, রুপালী সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল। ১০ জানুয়ারি ২০২৫ থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপেস্নক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করে আসছে বাংলাদেশ নারী কাবাডি দল।

২০০৫ সালে শুরু হওয়া এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি হতে যাচ্ছে ৬ষ্ঠ আসর। বিগত পাঁচ আসরের মধ্যে ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ইরানে আয়োজিত ৬ষ্ঠ আসরে পদকের প্রত্যাশা করা হচ্ছে। এ প্রসঙ্গে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলছিলেন, 'যদি বলি আমরা স্বর্ণ কিংবা রুপা জয়ের লক্ষ্য নিয়ে যাবো্তওটা মোটেও বাস্তবসম্মত হবে না। বর্তমান অবস্থান বিবেচনায় ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এই বাস্তবতা মাথায় রেখেই খেলতে হবে আমাদের। আমি বিশ্বাস করি ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সেই লক্ষ্য নিয়েই আমরা ইরান যাবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে