রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নেইমারকে ছাড়াই দারুণ শুরু পিএসজির

ক্রীড়া ডেস্ক
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০
নেইমারকে ছাড়াই দারুণ শুরু পিএসজির

তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই ফরাসি লিগ ওয়ানে দারুণ শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপে আর আঞ্জেল ডি মারিয়ার গোলে নিমকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে থমাস টুখেলের দল। পিএসজি ছাড়তে চাওয়া নেইমারকে খেলানো হবে না বলে আগেই জানানো হয়েছিল।

নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনেক এগিয়েছে বলে ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। ম্যাচ চলার সময় পিএসজি সমর্থকরা 'চলে যাও' ব্যানার উঁচিয়ে ধরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিদায় চেয়ে। ম্যাচের ২৪তম মিনিটে হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি। দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে জোরালো উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। ৬৯তম মিনিটে দি মারিয়ার গোলে জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। গতবার ১৬ পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়া পিএসজি টানা তৃতীয় শিরোপার আশায় মৌসুম শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে