কোয়েল মলিস্নকের আসল নাম কিন্তু কোয়েল নয়। অভিনেত্রীর আসল নাম রুক্মিণী। সিনেমার দুনিয়ায় পা রাখার আগে নিজের নাম বদলে ফেলেন তিনি। মাত্র ২১ বছর বয়সে সুপারস্টার জিৎ-এর বিপরীতে 'নাটের গুরু' সিনেমা দিয়ে কোয়েলের পর্দায় অভিষেক। রঞ্জিত কন্যা হিসেবে নয়, ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী। সেই পরিচয়েই পরিচিত করেছেন নিজেকে। কোয়েলের সঙ্গে নাটের গুরু সিনেমায় কাজ করেছিলেন আরেক অভিনেতা কৌশিক ভট্টাচার্য। তার কথায়, 'কোয়েল ভীষণ ভালো একজন সহকর্মী।' জানা যায়, এই সিনেমায় অভিনয়ের সময় অসুস্থ ছিলেন কৌশিকের মা। সেসময় কোয়েল তাকে ভীষণভাবেই মানসিক সাপোর্ট দিয়েছেন।
কৌশিক বলেন, 'সে সময় মায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলতাম আমি। আমার কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারত না কোয়েলও। প্রতিদিন শু্যটিংয়ে আসার পর কোয়েল আমাকে জিজ্ঞেস করতেন, মা ঠিক আছেন কিনা?' নিজের ক্যারিয়ারে দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন কোয়েল মলিস্নক। রোম্যান্টিক ছবি হোক কিংবা থ্রিলার, পর্দায় সমান দাপট দেখিয়েছেন তিনি।
টলিউডের পাশাপাশি বলিউডেও বিগ বাজেটের সিনেমার অফার পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০০৬ সালে 'গ্যাংস্টার' ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় কঙ্গনা রানাওতের। যেই ছবির প্রথম প্রস্তাব পেয়েছিলে রঞ্জিত কন্যা। কিন্তু সেই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল। কারণ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি ছিল তার। কোয়েল প্রস্তাব ফিরিয়ে দিতেই সেটি লুফে নেন কঙ্গনা, এরপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। টলিউডে প্রায়শই এই কানাঘোষা হয়, সেদিন 'গ্যাংস্টার' সিনেমার প্রস্তাব ফিরিয়ে না দিলে কোয়েলও হয়তো বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন।
অভিনয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক কোয়েল। ব্যক্তিগত জীবনে ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। জানা যায়, বিয়ের আগে সাত বছর প্রেম করেছেন এই জুটি। ২০২০ সালে দম্পতির সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর। এরপর গত ডিসেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন কোয়েল। দ্বিতীয় সন্তানের মা হওয়ার দুই মাসের মধ্যেই কাজে ফিরলেন টালিউড অভিনেত্রী কোয়েল মলিস্নক। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্যান্স পারফরম্যান্সের শুটিং করেন তিনি। প্রথম সন্তান জন্মের পর নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন কোয়েল মলিস্নক। সেবারেও দ্রম্নত ফিরেছিলেন কাজে। দ্বিতীয় সন্তান জন্মের পরেও একইভাবে নিয়মিত শরীরচর্চা, মেডিটেশনের মাধ্যমে নিজেকে দ্রম্নত ফিট করে তুলেছেন তিনি। কোয়েল বলেন, 'নিয়মানুবর্তিতার মধ্যে থাকা আমার ছোটবেলার অভ্যাস। কাজে ফেরার পাশাপাশি সন্তানদের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে সন্তান জন্মের পর থেকে এক্সারসাইজ শুরু করেছিলাম। এবার ড্যান্স পারফর্ম করলাম।' নিজের পারফরম্যান্স নিয়ে কোয়েল বলেন, 'ছোট পর্দার বিভিন্ন ধারাবাহিকের ১০ জন অভিনেতার সঙ্গে পারফর্ম করলাম। দারুণ অভিজ্ঞতা। শেষবার পারফর্ম করেছিলাম অন্তঃসত্ত্বা হওয়ার আগে।'
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছেন তিনটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে 'সোনার কেলস্নায় যকের ধন', 'স্বার্থপর', 'একটি খুনির সন্ধানে মিতিন' সিনেমাগুলো। সায়ন্তন ঘোষালের সোনার কেলস্নায় যকের ধন সিনেমায় কোয়েলের সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এদিকে অরিন্দম শীলের পরিচালনায় 'একটি খুনির সন্ধানে মিতিন' সিনেমা দিয়ে দুই বছর পর মিতিন মাসি হয়ে ফিরছেন কোয়েল। আর স্বার্থপর সিনেমায় দীর্ঘদিন পর বাবা রঞ্জিত মলিস্নকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কোয়েল। পারিবারিক গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। এছাড়া, নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা হচ্ছে অভিনেত্রীর। আপাতত চিত্রনাট্য বাছাইয়ের কাজে সময় দিচ্ছেন। গল্প পছন্দ হলেই নতুন কাজের সঙ্গে যুক্ত হবেন বলে জানান কোয়েল।
কোয়েল মলিস্নকের উলেস্নখযোগ্য সিনেমাগুলো হলো- নাটার গুরু, বন্ধন, দৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে মাসতুতো ভাই, এমএলএ ফাটাকেষ্ট, লাভ স্টোরির ইত্যাদি। ২০০৬ সালে একজন সাংবাদিক চরিত্রে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে অভিনয় করেন। ২০০৯ সাল হতে কোয়েল মলিস্নক অনেক হিট সিনেমা উপহার দেন যেমন বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, হান্ড্রেড পার্সেন্ট লাভ, হেমলক সোসাইটি, পাগলু-২সহ আরও বেশ কয়েকিটি ছবি।