রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইস্টার্ন ব্যাংকের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

যাযাদি রিপোর্ট
  ০৬ আগস্ট ২০২০, ০০:০০
ইস্টার্ন ব্যাংকের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বুধবার ভার্চুয়াল পস্ন্যাটফরমে অনুষ্ঠিত ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীরা সর্বসম্মতভাবে এ লভ্যাংশ অনুমোদন করেন।

ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। ইবিএল পরিচালক এম গাজিউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, মোফাখ্‌খারুল ইসলাম খসরু, অরমান রাফে নিজাম, গাজী মো. সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আবদুলস্নাহ আল মামুনসহ অন্যরা সভায় অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক শেয়ারধারীও ভার্চুয়াল সভায় যোগ দেন।

প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকের আর্থিক পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করে শেয়ারধারীদের পক্ষ থেকে পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে