শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইলে আর্থিক লেনদেনে সর্বোচ্চ চার্জ নির্ধারণ দরকার

যাযাদি রিপোর্ট
  ১০ মে ২০২১, ০০:০০

মোবাইলে আর্থিক লেনদেনের চার্জ নির্ধারণের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, 'আমি এমএফএস'র সর্বোচ্চ চার্জ নির্ধারণ করার পক্ষে, সর্বনিম্ন চার্জ নির্ধারণের পক্ষে না। কারণ, সর্বোচ্চ সীমা নির্ধারণ করা থাকলে কেউ বেশি নিতে পারবে না। এতে জনগণ উপকৃত হবে।'

তিনি আরও বলেন, 'চার্জ নির্ধারণের বিষয়টি খবরদারি করার মতো বিষয়। কেউ ২০ টাকা, কেউ ১৪ টাকা নিচ্ছে। এটা সে তার প্রতিষ্ঠানের হিসাব করে নির্ধারণ করছে।'

শনিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 'প্রতিযোগিতা ও অংশীদারিত্বের প্রেক্ষাপট : প্রসঙ্গ এমএফএস' শীর্ষক আলোচনায় দেশের অর্থনৈতিক খাতের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম বক্তব্য রাখেন।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের পিএসডি বিভাগের উপ-মহাব্যবস্থাপক বদিউজ্জামান দিদার বলেন, 'প্রাইস হয়ত আমরা কমাতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে