সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন ব্যাংক ও বিদু্যতায়ন বোর্ডের মধ্যে চুক্তি

নতুনধারা
  ১৪ মার্চ ২০২৩, ০০:০০

শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের মধ্যে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদু্যৎ বিল গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের সব পলস্নী বিদু্যৎ সমিতির গ্রাহক অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের সব শাখা এবং উপশাখায় বিল প্রদান করতে পারবেন। বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাসের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের সচিব মো. আব্দুল হাই। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. হোসেন পাটোয়ারি এবং ইউনিয়ন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ মো. শাহরিয়ার রউফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে