সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ঈদের আমেজে ব্যাংকপাড়া গ্রাহক উপস্থিতি কম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০

ঈদের টানা পাঁচ দিন ছুটির পর সোমবার ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে। ব্যাংকপাড়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখনো রয়েছে ঈদের আমেজ। তবে গ্রাহকদের উপস্থিতি ছিল কম। রাজধানীর মতিঝিল, দিলকুশা ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা গেছে।

ঈদের ছুটির পর প্রথমদিন ব্যাংকপাড়ায় কর্মকর্তা-কর্মচারীরা ঈদের কুশল বিনিময় করে সময় অতিবাহিত করছেন। তাছাড়া ব্যস্ততা কম থাকায় অনেকেই অলস সময় পাড় করছেন। কিছু কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকায় চেয়ার টেবিল অনেকটা ফাঁকা ছিল। গ্রাহকদের উপস্থিতি কম থাকায় ঢিলেঢালা লেনদেন হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলাপাকালে তারা জানান, ঈদের ছুটির পর ব্যাংক খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম। অনেকেই ঈদের পর ২৪ এপ্রিল থেকে এক দুই দিন ব্যক্তিগত ছুটি নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে