সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

যাযাদি রিপোর্ট
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স বাড়লেও ডিএসই৩০ সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিনে দুই স্টকের লেনদেন বেড়েছে। মঙ্গলবার ডিএসইর লেনদেন ৭শ' কোটি টাকা ছাড়িয়েছে। সিএসইর লেনদেন ১১ কোটি টাকার ঘরে এসেছে।

ডিএসইর সূত্র মতে, ঈদের পর দ্বিতীয় কার্যদিবস বা মঙ্গলবার ডিএসইতে ৭১৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫২ দশমিক ১৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ দশমিক ৫২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ দশমিক ৫২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি এবং কমেছে ৫৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০৬টির।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনিক হোটেল, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ, জেমিনী সি ফুড, ওরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্ক, অ্যাপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও আরডি ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- হাইডেলবার্গ সিমেন্ট, আরামিট সিমেন্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাপেক্স ফুড, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ইয়াকিন পলিমার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- লিগ্যাসি ফুটওয়্যার, প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, বঙ্গজ লিমিটেড, আজিজ পাইপস, আল-হাজ টেক্সটাইল, বিডি থাই ফুড, সমতা লেদার, আমরা টেকনোলজি, ফাইন ফুডস ও জেএমআই হসপিটালস।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার। আগের দিন সোমবার ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৮টির এবং পরিবর্তন হয়নি ৮৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪১ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ১৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট, সিএসসিএক্স ১৩ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৬৪ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৪ দশমিক ৪৭ পয়েন্টে, ১১ হাজার ৫১ দশমিক ৪১ পয়েন্টে এবং ১ হাজার ১৫৮ দশমিক ৫৩ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে